AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Hospital: যত কাণ্ড আরজি করেই! মত্ত অবস্থায় তিন ডোমের মারামারি, বন্ধ হয়ে গেল মর্গ

RG Kar Hospital: বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের তিন ডোমের মধ্যে মারামারি হয়। টাকার ভাগ নিয়ে ঝামেলা। তার জেরেই মারামারি। মারামারির তীব্রতা এতই বেশি ছিল যে খবর যায় টালা থানায়। খবর পেয়ে টালা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

RG Kar Hospital: যত কাণ্ড আরজি করেই! মত্ত অবস্থায় তিন ডোমের মারামারি, বন্ধ হয়ে গেল মর্গ
উত্তেজনা আরজি করে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 22, 2024 | 5:32 PM
Share

কলকাতা: যত কাণ্ড যেন আরজি করেই। এবার মত্ত অবস্থায় তিন ডোমের মধ্যে মারামারি, একেবারে হুলস্থূল কাণ্ড। শেষে মর্গই বন্ধ করে দিল পুলিশ। টাকার ভাগ নিয়ে গন্ডগোলের জেরেই ঝামেলার সূত্রপাত বলে খবর। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে আরজি করে চিকিৎসা পরিষেবা নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন উঠেছে। ওষুধ-চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কথাও শোনা গিয়েছে। এবার বন্ধ মর্গ। 

সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের তিন ডোমের মধ্যে মারামারি হয়। টাকার ভাগ নিয়ে ঝামেলা। তার জেরেই মারামারি। মারামারির তীব্রতা এতই বেশি ছিল যে খবর যায় টালা থানায়। খবর পেয়ে টালা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তারপরই মর্গ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন সকালে হাসপাতালে গেলে দেখা গেল মর্গের সব গেটই বন্ধ। বিভাগীয় প্রধান স্পষ্টই জানাচ্ছেন, পুলিশি স্পষ্ট জানিয়েছে মর্গ বন্ধ রাখতে হবে। এখন খোলা যাবে না। 

এদিকে এই ঝামেলার জেরে সমস্যায় পড়েছেন রোগীর পরিজনেরা। যে রোগীদের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দেহ না পেয়ে বিপাকে পড়েছেন তাঁদের পরিবারের লোকজন। দিরে হচ্ছে ময়নাতদন্তের কাজেও। সে কারণে ক্ষোভ প্রকাশ করছেন রোগীদের পরিবার-পরিজনেরাও।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)