Puja Carnival: জার্মানি, পেরু, আয়ারল্যান্ডের অতিথিরা থাকবেন কার্নিভালে, মমতার লেখা গানেই হবে উদ্বোধন

Durga Puja Carnival: কার্নিভালের শুরুতেই হবে উদ্বোধনী নৃত্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রতিষ্ঠান দীক্ষামঞ্জরীর সদস্যরা। তারপরই শুরু হবে কার্নিভাল।

Puja Carnival: জার্মানি, পেরু, আয়ারল্যান্ডের অতিথিরা থাকবেন কার্নিভালে, মমতার লেখা গানেই হবে উদ্বোধন
ফাইল ছবিImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2024 | 10:11 AM

কলকাতা: আজ নজরে রেড রোড। রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজার কার্নিভালের আয়োজন করা হয়েছে। তার প্রস্তুতিও শেষ হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হবে সেই কার্নিভাল। জমিদার বাড়ির অলিন্দের আদলে তৈরি হয়েছে মূল মণ্ডপ। সেই মঞ্চেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন কয়েক হাজার অতিথি। রাজ্য তথা দেশের বিশিষ্ট অতিথি ছাড়াও উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরাও।

ইউনিসেফ (UNICEF)-এর প্রতিনিধি ছাড়াও দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত থাকবেন সেখানে। ইতিমধ্যেই ২০ হাজার আমন্ত্রণপত্র শেষ হয়েছে। জার্মানি, পেরু, ইকুয়েডর, বেলজিয়াম, স্লোভেনিয়া, সাইপ্রাস ও আয়ারল্যান্ডের উপদূতাবাসে কার্নিভালের আমন্ত্রণপত্র গিয়েছে।

কার্নিভালের শুরুতেই হবে উদ্বোধনী নৃত্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রতিষ্ঠান দীক্ষামঞ্জরীর সদস্যরা। তারপরই শুরু হবে কার্নিভাল। একে একে এগিয়ে যাবে শহরের সেরা প্রতিমাগুলি। বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত ১০৫টি পুজো কমিটির মধ্যে ৮৯টি পুজো কমিটি এবার কার্নিভালে অংশ নিচ্ছে। পুজোর বিশেষত্ব তুলে ধরার জন্য প্রত্যেক পুজো কমিটিকে তিন মিনিট করে সময় দেওয়া হচ্ছে।

এই খবরটিও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়ই পুজোর শেষে এই কার্নিভালের উদ্যোগ নিয়েছিলেন। গত কয়েক বছর ধরে এভাবেই দুর্গা পূজার পর্ব শেষ হয়। তবে এবার পরিস্থিতি একটু আলাদা। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখনও শহর জুড়ে প্রতিবাদের সুর। আজ, মঙ্গলবারও পথে নেমে প্রতিবাদ জানাবেন চিকিৎসকেরা। দ্রোহ কার্নিভালের প্রস্তুতি নিচ্ছেন তাঁরাও। তাই এদিন ধর্মতলা, রেড রোড সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে। ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে।