Suvendu on Aparna Sen: ‘আগে বুদ্ধিজীবী ছিলেন, এখন ভাতাজীবী’, অপর্ণা সেনকে তুলোধনা শুভেন্দুর

Suvendu on Aparna Sen: তিলোত্তমার মা-বাবা তো কিছুদিন আগে থেকেই রাজ্য সরকারের পাশাপাশি সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। ইতিমধ্যেই আবার সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য। গিয়েছে সিবিআই-ও।

Suvendu on Aparna Sen: ‘আগে বুদ্ধিজীবী ছিলেন, এখন ভাতাজীবী’, অপর্ণা সেনকে তুলোধনা শুভেন্দুর
অপর্ণাকে তীব্র আক্রমণ শুভেন্দুর Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Jan 24, 2025 | 8:53 PM

কলকাতা: সরকার পরিবর্তন চাননি, অবস্থার পরিবর্তন চেয়েছিলেন। বামফ্রন্টের আদর্শের সঙ্গেও তিনি একমত। গত বছরের শেষদিকে টিভি৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছিলেন অপর্ণা সেন। যা নিয়ে বিস্তর শোরগোলও হয়েছিল। পরবর্তীতে আরজি কর ইস্যুতে একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। এখন সঞ্জয় রায়ের শাস্তি নিয়েও বললেন কথা। টিভি ৯ কে দেওয়া আরও সাক্ষাৎকারেই সাফ বললেন, একা সঞ্জয়কেই দোষী বলতে নারাজ তিনি। এদিকে অপর্ণা নিয়ে প্রতিক্রিয়া চাইতেই কার্যত তেলে বেগুনে জ্বলে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

অপর্ণার প্রসঙ্গ উঠতেই শুভেন্দু বলে উঠলেন, “উনি বাংলার মানুষের চোখে এখন ভাতাজীবী। আগে বুদ্ধিজীবী ছিলেন, এখন ভাতাজীবী হয়ে গিয়েছেন।” যা নিয়েও শুরু হয়ে গিয়েছে বিস্তর চর্চা। প্রসঙ্গত, আরজি কর মামলায় কয়েকদিন আগেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। আমৃত্যু কারাবাসের সাজাও শোনান বিচারক অনির্বান দাস। যা নিয়ে পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মত। সমাজের একটা বড় অংশের মানুষ থেকে রাজনীতিবিদ, চিকিৎসকদের অনেকেই মনে করছেন ঘটনার পিছনে একা সঞ্জয় নন, আছেন আরও অনেকেই। অন্যদিকে কেন সঞ্জয়ের ফাঁসি হল না সেই প্রশ্নও তুলছেন অনেকে। 

তিলোত্তমার মা-বাবা তো কিছুদিন আগে থেকেই রাজ্য সরকারের পাশাপাশি সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। ইতিমধ্যেই আবার সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য। গিয়েছে সিবিআই-ও। যদিও অপর্ণা সেন বলছেন, “আমার নিজের মনে হয় না যে একা সঞ্জয় রায় দোষী। এর পিছনে একটা বড় চক্র (নেক্সাস) কাজ করছে। সেই চক্র কে বের করবে, আদৌ বের করা যাবে কি না, সেই বিষয়ে আদৌ আমার ভরসা আছে কি না, সেটা অন্য কথা।”