Suhrita Paul: সন্দীপ ঘোষের জায়গায় এলেন সুহৃতা পাল, তবে এখানেও ‘কাঁটা’

BJP Spoke person Amit Malviya: বিজেপির মুখপাত্র একটি নথি তুলে ধরে দাবি করেন, রাজ্যের চিকিৎসক সংগঠন স্বাস্থ্যসচিবকে লিখিত দিয়েছে তাঁকে নিয়ে। অমিত মালব্য লেখেন, 'সরকার কি নির্যাতিতার পরিবারকে কোনওরকম বিচার না দিতেই এটা করছেন?'

Suhrita Paul: সন্দীপ ঘোষের জায়গায় এলেন সুহৃতা পাল, তবে এখানেও 'কাঁটা'
সুহৃতা পাল ও সন্দীপ ঘোষ।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2024 | 9:43 AM

কলকাতা: কলকাতা: আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ। আর ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয় সন্দীপকে। এদিকে সন্দীপ ঘোষের জায়গায় আরজি করের অধ্যক্ষ করা হয় সুহৃতা পালকে। যিনি স্বাস্থ্য ভবনের ওএসডির দায়িত্ব সামলেছেন এতদিন। আবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়কে স্বাস্থ্য ভবনের ওএসডি করে পাঠানো হয় সোমবারই। এ নিয়ে যেমন প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। একইসঙ্গে এবার আরজি করের নবনিযুক্ত অধ্যক্ষকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডেলে নতুন অধ্যক্ষ সুহৃতা পালকে নিয়ে প্রশ্ন তোলেন।

অমিত মালব্য লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের জায়গায় আরজি করের প্রিন্সিপাল করেছেন সুহৃতা পালকে। যিনি বর্তমানে স্বাস্থ্য ভবনের ওএসডি। তদন্তকে প্রভাবিত করার এটা আরেকটা রাস্তা। সমস্ত তথ্যপ্রমাণ মুছে ফেলতে এই পদক্ষেপ।’

মালব্য লেখেন, ‘এর আগে সুহৃতা পালকে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেন বাংলার রাজ্যপাল। কারণ, তাঁর বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে।’ বিজেপির মুখপাত্র একটি নথি তুলে ধরে দাবি করেন, রাজ্যের চিকিৎসক সংগঠন স্বাস্থ্যসচিবকে লিখিত দিয়েছে তাঁকে নিয়ে। অমিত মালব্য লেখেন, ‘সরকার কি নির্যাতিতার পরিবারকে কোনওরকম বিচার না দিতেই এটা করছেন?’

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)