ED summoned Bonny Sengupta: নিয়োগ দুর্নীতিতে বনি সেনগুপ্তকে তলব, ED অফিসে হাজির অভিনেতা
Bonny Sengupta ED: কুন্তল ঘোষের সঙ্গে যোগ থাকার সূত্রে অনেককেই এর আগে তলব করা হয়েছে। আর এবার সামনে আসছে টলিউড যোগ।
কলকাতা : নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) এবার তলব অভিনেতা বনি সেনগুপ্তকে (Bony Sengupta)। তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগ থাকার অভিযোগে তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে পৌঁছেছেন অভিনেতা। অভিযোগ, কুন্তলের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। অভিনেতাকে তাঁর আয় ব্যয় সংক্রান্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে। টলিউডে নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে, তদন্তকারীদের হাতে এমন তথ্য আগেও এসেছে। তবে সরাসরি টলিপাড়ার কোনও অভিনেতাকে তলব করা হচ্ছে এই প্রথম।
নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে, কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে অনেকেরই। সম্প্রতি এক পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর নামও উঠে এসেছে সেই তালিকায়। সূত্রের খবর, তাঁকেও শুক্রবার তলব করেছে ইডি। তাঁকে অবশ্য আগেই এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার নামে নাকি কোটি কোটি টাকা নিয়েছেন তিনি। গোয়েন্দাদের দাবি, সেই বিপুল অঙ্কের টাকা কুন্তলের কাছ থেকে অনেকের অ্যাকাউন্টে গিয়েছে। সেই সব সূত্র খুঁজে বের করতেই তদন্ত চালাচ্ছে ইডি।
কখনই সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা না গেলেও ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বনি সেনগুপ্ত যোগ দিয়েছিলেন বিজেপিতে। সাংসদ দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়েছিলেন বনি। পরে ২০২২-এ বিজেপি ছাড়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন অভিনেতা। টুইটে তিনি উল্লেখ করেছিলেন, বিজেপি যে প্রতিশ্রুতি করেছিল, তা তারা রাখতে পারেনি। সে কারণেই বিজেপি ছাড়েন তিনি।
নিয়োগ দুর্নীতিতে না হলেও এর আগে ইডি-র অফিসে হাজিরা দিতে হয়েছে টলি অভিনেতা দেবকে। গরু পাচার মামলার তদন্তে তাঁকে তলব করা হয়েছিল। ওই মামলায় অভিযুক্ত এনামুলের সঙ্গে যোগ থাকার অভিযোগ সামনে এসেছিল তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তাঁকে। আর এবার কেন্দ্রীয় সংস্থার নজরে বনি। লেনদেনের পিছনে কি সত্যিই কোনও দুর্নীতির যোগ আছে? জিজ্ঞাসাবাদে সেই তথ্যই তুলে আনার চেষ্টা করবেন তদন্তকারীরা।