Coal Smuggling Case: মমতার আশঙ্কাই সত্যি, অভিষেকের ইডি তলবে সজলের তোপ, ‘চোরের মন পুলিশ পুলিশ’
২৪ ঘণ্টাও কাটল না, ইমেলে সমন পেলেন অভিষেক। ২ অক্টোবর সিজিও কমপ্লেক্সে বেলা ১১টায় তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কলকাতা: কয়লা পাচার মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। তবে এবার দিল্লি নয়, অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে কলকাতায় ইডির অফিসে। সোমবার মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন, “অভিষেক এতো ভাল বক্তৃতা দিয়েছে, ওকে কালই না নোটিস ধরায় আবার। আগে তো নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার বোধহয় দুই বছরের বাচ্চাটাকেও নোটিস ধরাবে।” ২৪ ঘণ্টাও কাটল না, ইমেলে সমন পেলেন অভিষেক। ২ অক্টোবর সিজিও কমপ্লেক্সে বেলা ১১টায় তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছে তদন্তকারী সংস্থার নতুন দল। এর আগে একাধিকবার কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অভিষেকেদর আবেদন ছিল, তাঁকে দিল্লিতে না ডেকে যেন কলকাতায়ই জিজ্ঞাসাবাদ করা হয়। শীর্ষ ন্যায়ালয়ের সেই নির্দেশ মেনেই এবার কলকাতায় জিজ্ঞাসাবাদের সমন পাঠাল ইডি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সমন নিয়ে তৃণমূলের তরফে ফের একবার ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ খাড়া করার চেষ্টা চলছে। যদিও ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করার অভিযোগ সরাসরিভাবে খণ্ডন করে দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর স্পষ্ট কথা, “চোরের মন পুলিশ পুলিশ। মমতাদি এবং অভিষেকের ভাষণ শুনেই বুঝতে পেরেছি কতটা ভয় পেয়েছে।” সুজন চক্রবর্তীর খোঁচা, “মুখ্যমন্ত্রী সবটাই জানেন। ভাইপো-ও (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সবটাই জানেন। সেই অনুযায়ী ঘোষণা করে দিয়েছেন”। অন্যদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেনের পাল্টা বক্তব্য, “ইডি, সিবিআই ডাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি হল। আবারও প্রমাণিত হল, বিজেপি তৃণমূলকে ভয় পায়।”