AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teachers: এবার অন্য স্কুলের কাছে হাত পাততে হবে! বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের

Teachers: রাজ্যের একাধিক স্কুলের বেহাল ছবি ধরা পড়েছে সাম্প্রতিককালে। পড়ুয়াদের অনুপাতে শিক্ষকের সংখ্যা অনেক কম। কোথাও ১ জন, কোথাও আবার শিক্ষকের অভাবে বন্ধ হয়েছে স্কুল।

Teachers: এবার অন্য স্কুলের কাছে হাত পাততে হবে! বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 9:13 PM
Share

কলকাতা: আরামবাগের একটি স্কুলের বারান্দায় এখন জামা-কাপড় শুকোয়, স্কুলের মাঠে চরে গরু, শুকোয় ধান। কারণ, স্কুলে একজনই শিক্ষক ছিলেন। তিনি অবসর নেওয়ায় তালা পড়েছে ক্লাসরুমে। পুরুলিয়ার ডিমডিহা গ্রামের একটি স্কুলের বারান্দায় তো মদের বোতলের ছড়াছড়ি। না আছে শিক্ষক, না আছে পড়ুয়া। গোটা রাজ্যে আকছার দেখা যাচ্ছে এমন ছবি। সংবাদমাধ্যমে বারবার শিরোনামে আসছে রাজ্যের শিক্ষার বেহাল দশা। এদিকে, মামলা জটে আটকে একাধিক নিয়োগ। এহেন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর।

TV9 বাংলায় লাগাতার দেখানো হয়েছে এইসব স্কুলগুলির অবস্থা। কোথাও একজন, কোথাও ২ জন শিক্ষকই সবেধন। অবশেষে পদক্ষেপ করল রাজ্য সরকার। কম শিক্ষক যুক্ত স্কুলে এবার শিক্ষক পাঠাচ্ছে শিক্ষা দফতর। শিক্ষক বিনিময়ের জন‍্য তৈরি করা হচ্ছে একটি বিশেষ পোর্টাল।

যুদ্ধকালীন তৎপরতায় শিক্ষকদের এক স্কুল থেকে অন‍্য স্কুলে ট্রান্সফার করবে বিকাশ ভবন। অর্থাৎ যে সব স্কুলে শিক্ষকের সংখ্যা বেশি, সেখান থেকে সেইসব স্কুলে শিক্ষকদের পাঠিয়ে দেওয়া হবে, যেখানে শিক্ষকের সংখ্যা কম। শুধুমাত্র সরকারি স্কুলের জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে। আগামী ১৭ জানুয়ারির মধ‍্যে সরকারি স্কুলের শিক্ষকদের জানাতে হবে, তাঁদের কোনও শারীরিক সমস‍্যা আছে কি না। তারপরই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সমস্যা কিছুটা মিটবে বলেই আশা করা হচ্ছে।