Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya on Jadavpur: ‘ক্যাম্পাসে ABVP-TMCP সবাই থাকবে, থাকবে ISF-ও’, বিধানসভায় যাদবপুরকে গণতন্ত্রের পাঠ ব্রাত্যর

Bratya on Jadavpur: যাদবপুরকাণ্ড এক ছাত্রের আহত হওয়ার ঘটনা রাজ্যব্যাপী রাজনৈতিক অস্থিরতার তীব্রতা অনেকটাই বাড়িয়ে দেয় বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের। ১ মার্চের ঘটনার পর থেকে একটি ছবি ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এবার বিধানসভায় মুখ খুললেন ব্রাত্য।

Bratya on Jadavpur: ‘ক্যাম্পাসে ABVP-TMCP সবাই থাকবে, থাকবে ISF-ও’, বিধানসভায় যাদবপুরকে গণতন্ত্রের পাঠ ব্রাত্যর
ব্রাত্য বসু
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2025 | 9:34 PM

কলকাতা: চাপানউতোর চলছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার শিক্ষা দফতরের বাজেট আলোচনায়  উঠে এল যাদবপুর প্রসঙ্গ। মুখ খুললেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বক্তৃতা শুরতেই যাদবপুর নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। স্পষ্ট ভাষাতেই বলেন, “শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে যাঁরা ঝুলছিলেন সেটা যেমন খারাপ, আবার শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় যে ছবিটা দেখা গেছে সেটাও খারাপ। এটা কোনওমতেই কাঙ্খিত নয়।” বিধায়ক শ্যামল মণ্ডলের বক্তৃতাতেও আসে যাদবপুর প্রসঙ্গ। শেষ পর্যন্ত জবাবি ভাষণে মুখ খুলতে দেখা যায় ব্রাত্যকে। 

প্রসঙ্গত, ১ মার্চ যাদবপুরকাণ্ডের পর থেকে বারবার ‘ক্যাম্পাস গণতন্ত্র’ নিয়ে সরব হতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরকে। এবার ফের ব্রাত্যর গলাতে শোনা গেল সেই একই সুর। এদিন জবাবি ভাষণে সাফ বলেন, “কলেজ বিশ্ববিদ্যালয়ে সবাই থাকবে। যাদবপুরে যেমন এসএফআই আছে, অন্যান্য বামপন্থী সংগঠন আছে। আমরা কথা বলতে পারব না, কথা বলতে  গেলে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এমনটা কাম্য নয়।” এরপরেই বলেন, “ক্যাম্পাসে এবিভিপি থাকবে, টিএমসি থাকবে, এমনকি আইএসএফও যদি থাকে আমাদের কোনও আপত্তি নেই। আমরা এই গণতান্ত্রিক পরিসরেই বিশ্বাস করি।” 

যাদবপুরকাণ্ড এক ছাত্রের আহত হওয়ার ঘটনা রাজ্যব্যাপী রাজনৈতিক অস্থিরতার তীব্রতা অনেকটাই বাড়িয়ে দেয় বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের। ১ মার্চের ঘটনার পর থেকে একটি ছবি ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। যদিও এরইমধ্যে আবার আহত ছাত্রের বাবাকেও ফোন করেন ব্রাত্য। অন্যদিকে এদিন ফের একবার ওইদিনের ঘটনা নিয়ে মুখ খুলতে দেখা যায় ব্রাত্যকে। কাঠগড়ায় তোলেন বামেদেরও। ব্রাত্যর সাফ কথা, “একটা শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত মতাদর্শের মানুষ থাকতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি AI নির্মিত ছবি দেখানো হয়েছে সিপিএমের মুখপত্রে। গাড়ি ভাঙচুর কাম্য নয়।”