Diamond Harbour: ডায়মন্ড হারবারের ওসিকে সরিয়ে দিল কমিশন
Diamond Harbour: সম্প্রতি বিজেপির ওই মহিলা মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে, তাঁর উপর হামলার অভিযোগ ওঠে। এরপরই বিজেপির পক্ষ থেকে কমিশনে অভিযোগ দায়ের করা হয়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এরইমধ্যে আনন্দপুর থানার ওসিকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।

কলকাতা: ভোটের আবহে পক্ষপাতিত্বের অভিযোগে সরানো হল আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার ওসিকে। সূত্রের খবর, আনন্দপুরে বিজেপির মণ্ডল সভাপতির উপর হামলায় কড়া কমিশন।
সম্প্রতি বিজেপির ওই মহিলা মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে, তাঁর উপর হামলার অভিযোগ ওঠে। এরপরই বিজেপির পক্ষ থেকে কমিশনে অভিযোগ দায়ের করা হয়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এরইমধ্যে আনন্দপুর থানার ওসিকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।
অন্যদিকে ডায়মন্ড হারবারে মদ খেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগ পাওয়ার পরও ডায়মন্ড হারবার থানার পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে। এ নিয়েও কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি। এই বিতর্কের আবহেই ডায়মন্ড হারবার থানার ওসিকেও সরানো হল। কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে, আগামিদিনে এই দুই ওসিকে ভোটের কোনও কাজে যুক্ত করা যাবে না। এমনকী যারা নির্বাচন কমিশনের কথা না মেনে কাজ করছে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।





