জলমগ্ন আলিপুর আদালত চত্বরে ভয়ঙ্কর দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট ২ আইনজীবী
Electrocute: আইনজীবীদের একাংশের অভিযোগ, নিকাশি ব্যবস্থা খারাপ হওয়ার কারণে বৃষ্টি হলেই জল জমে যায় আদালত চত্বরে।
কলকাতা: তুমুল বৃষ্টিতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল আলিপুর পুলিশ আদালতের ভিতরে। বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন দুই আইনজীবী। আদালতের ভিতরে হেঁটে যাওয়ার সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। কোনও মতে তাঁদের উদ্ধার করে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ সংলগ্ন একাধিক জেলা। মহানগরের রাস্তা জল থই থই। শুধু রাস্তাই নয় একাধিক বাড়ি, দফতর, দোকানও কার্যত জলের তলায়। এদিনের ভারী বর্ষণে আলিপুর পুলিশ আদালতেও জল জমে।
সূত্রের খবর, এদিন দুপুর পৌনে ৩টে নাগাদ জলমগ্ন আদালত চত্বর ধরে হেঁটে আসছিলেন দুই আইনজীবী। একজনের নাম সুপ্রতিম বারিক, অন্যজন অরোদীপ মুখোপাধ্যায়। রাস্তার ধারে থাকা লোহার পাইপে হঠাৎই হাত লেগে যায়। তাতেই প্রথমজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হন দ্বিতীয় জনও। প্রত্যক্ষদর্শীদের চিৎকার শুনে ভিতর থেকে ছুটে আসেন অন্যান্য আইনজীবীরাও।
লাঠি দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। তড়িঘড়ি সুপ্রতিম ও অরোদীপকে নিয়ে যাওয়া হয় সিএমআরআই হাসপাতালে। আইনজীবীদের একাংশের অভিযোগ, আদালত চত্বরে নিকাশি ব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। যার জেরেই এমন দুর্ঘটনা ঘটল।
বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ সক্রিয় হওয়ার জেরে বুধবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবারও সকাল থেকে একই ছবি। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে দিনভর। তার জেরেই জলমগ্ন হচ্ছে বিভিন্ন জায়গা। নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও। আরও পড়ুন: ভোটে লড়ে সাংসদ হতে বিহার থেকে বাংলায় এসেছেন, নিয়মের গেরোয় আটকে ‘মন খারাপ’ শ্যামনন্দনের