ED Summons P C Sarkar: পি সি সরকারকে তলব ED-র, সিজিও কমপ্লেক্সে হাজির ম্যাজিশিয়ান

ED Summons P C Sarkar: শুক্রবার দুপুর ১২ টার কিছু পরে মেয়েকে নিয়ে কলকাতার ইডি দফতরে প্রবেশ করেছেন পি সি সরকার। তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 1:02 PM

কলকাতা: ম্যাজিশিয়ান পি সি সরকারকে (P C Sorcar) তলব করল কেন্দ্রীয় সংস্থা ইডি (ED)। ইডি দফতরে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল তাঁকে। সেই মতো শুক্রবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে। একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় আগেই নাম জড়িয়েছিল তাঁর। এর আগে এই মামলাতেই সিবিআই তল্লাশি চালায় পি সি সরকারের বাড়িতে। এবার কেন্দ্রীয় সংস্থার দফতরে তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা  হবে।

টাওয়ার গ্রুপ নিয়ে প্রথমে তদন্ত শুরু করেছিল সিবিআই। ওই কেন্দ্রীয় সংস্থার তরফে পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। পরে ওই একই মামলায় তদন্তভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে ইডি নিজের হেফাজতে নিয়েছে। তারপরই তলব করা হল পি সি সরকারকে।

সম্প্রতি, TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দেশ-রাজ্যের রাজনীতির সমালোচনা করতে শোনা গিয়েছিল পি সি সরকারকে। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের সমালোচনায় মুখর হতে দেখা যায় তাঁকে। ২০১৪ সালে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন পি সি সরকার। ভোটে জেতেননি তিনি। পরবর্তীতে রাজনীতির ময়দানেও তাঁকে খুব বেশি দেখা যায়নি। সেই রাজনীতে পা রাখা নিয়েও আক্ষেপ করেন তিনি। ‘বলির পাঁঠা’ হয়েছেন বলেও মন্তব্য করেন পি সি সরকার।

অভিযোগ, চিটফান্ড সংস্থার কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছিলেন পি সি সরকার। কী কারণে এই টাকা নেওয়া হয়েছিল, সেটাই তদন্ত করে দেখতে চায় কেন্দ্রীয় সংস্থা। পি সি সরকারের সঙ্গে একটি রেস্তোরাঁর জন্য টাওয়ার গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছিল বলেও জানা যাচ্ছে।