Fake Oil: গাড়ির নকল ইঞ্জিন ওয়েল মোড়কজাত করার কন্টেইনার উদ্ধার, দমদমে বড় চক্র ফাঁস
Fake Oil: গতকাল রাতে দমদম থানার পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নকল গাড়ির ইঞ্জিন ওয়েলের কন্টেইনার বাজেয়াপ্ত করে, এবং এই কাজের সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে।
কলকাতা: নামী কোম্পানির গাড়ির নকল ইঞ্জিন ওয়েল মোড়কজাত করার কন্টেইনার বিপুল পরিমাণে উদ্ধার করল দমদম থানার পুলিশ। ঘটনাস্থল দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড দমদম মধুগড়। গ্রেফতার ৫ জন। মূলত বিহার বরানগর ও দমদমের বাসিন্দা তারা।
পুলিশ সূত্র মারফত খবর, দীর্ঘদিন ধরেই দমদম বরানগর রাজারহাট নিউটাউন বিমান বন্দর সংলগ্ন এলাকাগুলো নামী কোম্পানির জাল ইঞ্জিন ওয়েল বিক্রি হচ্ছিল। অথচ সেই কোম্পানির ইঞ্জিন ওয়েল বাজারে যোগান ছিল চাহিদার তুলনায় বেশি।
প্রকৃত নামী কোম্পানির প্রস্তুতকারক সংস্থা ইঞ্জিন ওয়েলের বাজারে বিক্রি কম হওয়ায় সন্দেহ হয়। তাঁরা বেশ কয়েকটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। মূলত তাঁদের কোম্পানির নকল ইঞ্জিন ওয়েল বাজারে বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, দমদম মধুগর অঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে নকল ইঞ্জিন ওয়েল তৈরি করার ব্যবসা পেতে বসেছিল।
গতকাল রাতে দমদম থানার পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নকল গাড়ির ইঞ্জিন ওয়েলের কন্টেইনার বাজেয়াপ্ত করে, এবং এই কাজের সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রবি খাটুয়া, সুরেন্দ্র রাম, বীরেন্দ্র রাম ,সঞ্জয় দাস ,হারাধন বাগুই। জেরায় জানা গিয়েছে, তারা মূলত বিহার বরানগর এবং দমদমের বাসিন্দা। আজ তাদের বারাকপুর আদালতে পেশ করা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সূত্র মারফত খবর।
তদন্তে পুলিশ জানতে চাইছে, কোথায় এই ধরনের কন্টেনার তৈরি করা হত এবং ওয়েল ভরে মোড়কজাত করা হত, সমস্ত বিষয়ে জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গাতেই ভেজাল বিভিন্ন রকমের জিনিস তৈরির কাজ চলছে। একই রকম দেখতে লেভেল, স্টিকার, কৌটর ধরন, তেলের রং- দেখে আলাদাই করতে পারবেন না আসল-নকল! সেই সেই নারকেল তেলেই মেশানো হচ্ছে ক্ষতিকারক কেমিক্যাল। একইভাবে তা সাবানের ক্ষেত্রেও প্রযোজ্য! নকল প্রশাধনী সামগ্রীর বড়সড় পর্দাফাঁস করলেন তদন্তকারীরা। তেল থেকে সাবান, দাঁত মাজার মাজন, গোলাপ জল এমনকি ডেটলও হবহু নকল করে জাল করা হচ্ছে।
লক্ষ্ লক্ষ টাকার নকল প্রসাধনী খাদ্য সামগ্রী তৈরির কারখানা থেকে প্রচুর নকল মাল ও যন্ত্রাংশ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আইবি ও পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকার নকল তেল, চা, নিহার তেল, ডেট্ল,গোলাপ জল,ডাবর, রেড মাজন ইত্যাদি নাম জাত কোম্পানির মাল উদ্ধার করে পুলিশ। হলুদ থেকে শুরু করে লঙ্কা, জিরে, এমনকি ধনে গুঁড়োতে মেশানো হত রং, চালের গুঁড়ো। এই অভিযোগ আগেই উঠেছিল। এমনই এক ভেজাল মশলার তৈরির কারখানা সন্ধান মিলেছে হাওড়ার ডোমজুড়ে। শহর থেকে শহরতলিতে এখন ভেজাল জিনিসের রমরমা। সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। এর পিছনে কোন চক্র সক্রিয়, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: ‘শীতের দেখা নাই রে!’ জোড়া ঝঞ্ঝা ফলায় পৌষেও ‘অকালবর্ষণ’, কী বলছে হাওয়া অফিস…