CPIM: টানাপোড়েনের মধ্যেই বাংলায় আসছেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী, সৌজন্যে সিপিএম
CPIM: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিক মধ্যেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি অনুষ্ঠান করার কথা ছিল রেজওয়ানা চৌধুরী বন্যার। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাতে আপত্তি জানান।
কলকাতা: আগামী ১৭ জানুয়ারি জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এবং রিসার্চের একটি অংশের উদ্বোধন হওয়ার কথা। সব কিছু ঠিকঠাক থাকলে সেই অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার দেশত্যাগ, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। আক্রমণ, পাল্টা আক্রমণ চলছেই এহেন আবহে রেজওয়ানা চৌধুরী বন্যার সিপিআইএম পরিচালিত অনুষ্ঠানে আসা তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।
সূত্রের খবর, ঢাকার মহম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গীত শিক্ষা কেন্দ্র ‘সুরের ধারা’র জন্য যে লিজে বরাদ্দ করেছিল শেখ হাসিনার সরকার নভেম্বরের গোড়ায় সেই চুক্তি বাতিলের কথা জানায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিক মধ্যেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি অনুষ্ঠান করার কথা ছিল রেজওয়ানা চৌধুরী বন্যার। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাতে আপত্তি জানান। তাঁদের দাবি ছিল, বাংলাদেশের কোনও শিল্পীকে এনে কোনও অনুষ্ঠান করা যাবে না।
এই খবরটিও পড়ুন
যদিও এরইমধ্যে বসছে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকও। ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ওই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ হবে বৈঠক। পুরোদমে যার প্রস্তুতিতে পুরোদমে লেগে পড়েছেন বাম কর্মীরা।