AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire at bowbazar: গ্রাস করতে আসছে বিষাক্ত কুণ্ডলীকৃত কালো ধোঁয়া, টপ ফ্লোরের বৃদ্ধ দম্পতি আর ছেলেকে নিয়ে বাধ্য হয়েই ছাদে আশ্রয় দমকলকর্মীদের

Fire at bowbazar: যতক্ষণে পৌঁছতে পারেন,ততক্ষণে আবার কালো ধোঁয়া গ্রাস করেছে গোটা সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে বয়স্ক ব্যক্তিদের নামিয়ে আনাই অসম্ভব। বাধ্য হয়েই তাঁদের একেবারে আবাসনের ছাদে নিয়ে যান।

Fire at bowbazar: গ্রাস করতে আসছে বিষাক্ত কুণ্ডলীকৃত কালো ধোঁয়া, টপ ফ্লোরের বৃদ্ধ দম্পতি আর ছেলেকে নিয়ে বাধ্য হয়েই ছাদে আশ্রয় দমকলকর্মীদের
বউবাজারে আবাসনে আগুনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 11:51 AM
Share

কলকাতা: বহুতলের একেবারে ওপরের তলায় বৃদ্ধ বাবা-মাকে নিয়ে থাকতেন ছেলে। আগুন লাগার পর দমকল কর্মীরা যখন এক তলা, দোতলা থেকে আবাসনের বাসিন্দাদের দ্রুত সরিয়ে বাইরে নিয়ে যেতে পারেননি। সিঁড়ি দিয়ে তাঁরা নিজেরাই বেরিয়ে আসতে চেয়েছিলেন, পারেননি। সিঁড়ি দিয়ে তখন ধেঁয়ে আসছে কুণ্ডলীকৃত কাল ধোঁয়া। সঙ্গে রাসায়নিকের ঝাঁঝালো গন্ধ। দমকল কর্মীরা তার মধ্যেও তাঁদের কাছে পৌঁছেছিলেন। কিন্তু তাঁরাও সিঁড়ি দিয়ে নামিয়ে আনতে পারেননি। ফলে বৃদ্ধ দম্পতি ও তাঁর ছেলেকে নিয়ে দমকলকর্মীরা আবাসনের ছাদে নিয়ে যান। শুক্রবার সকাল ৭.৩৫ থেকে ৭.৪০ মিনিটের মধ্যে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। ২২৭ বিবিগাঙ্গুলি স্ট্রিটের বহুতলের বেসমেন্টে একটি রাসায়নিকের গোডাউন রয়েছে। প্রথমে আগুন লাগে সেখানেই। বহুতলের গ্রাউন্ড ফ্লোরের একটি বেসরকারি ব্যাঙ্ক আছে। তার ওপরের দিকে রেসিডেন্সিয়াল।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ করছিলেন। কিন্তু রাসায়নিক পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের একটি দল আগুন নেভানোর কাজ শুরু করেন। আরেক দল ঢুকে পড়ে আবাসনের ভিতর। আগুনের লেলিহান শিখা, তার থেকেও তীব্র কালো ধোঁয়া। সঙ্গে রাসায়নিকের ঝাঁঝালো গন্ধ।

দমকল কর্মীরা বিশেষ জ্যাকেট এবং মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকেন। আবাসনের বাসিন্দাদের ফ্ল্যাট থেকে দ্রুত বার করে আনতে থাকেন। একেবারেই ওপরের তলায় ছিলেন ওই বৃদ্ধ দম্পতি ও তাঁর ছেলে। দমকল কর্মীরা কোনওভাবেই ওপরের তলায় পৌঁছতেই পারেননি।

যতক্ষণে পৌঁছতে পারেন,ততক্ষণে আবার কালো ধোঁয়া গ্রাস করেছে গোটা সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে বয়স্ক ব্যক্তিদের নামিয়ে আনাই অসম্ভব। বাধ্য হয়েই তাঁদের একেবারে আবাসনের ছাদে নিয়ে যান। নীচে আগন, আর আবাসনের ছাদে তিন জন। তাঁদের সঙ্গে অবশ্য ছিলেন দমকল ও পুলিশ কর্মীরা। তবে বেশ কিছুক্ষণের জন্যও সেই পরিস্থিতিটা ছিল বেশ উচাটনের। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা তিন জনই সুস্থ রয়েছেন।

দমকল বিভাগের হেডকোয়ার্টারের স্টেশন অফিসার এ কে পণ্ডিত জানান, বহুতলের বাসিন্দাদের সকলকে আগেই নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয়। সিঁড়িতে ধোঁয়া ছড়িয়ে পড়ায় একই পরিবারের তিন সদস্যকে নামানো যায় নি। তাঁদের বহুতলের ছাদে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সঙ্গে দমকল কর্মী ও পুলিশ রয়েছে। তাঁরা সকলেই সুস্থ আছে। তবে ষাক্ত ধোঁয়ায় এক দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন।