Fire at Salt Lake: ফাল্গুনী মার্কেট এলাকায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৪০-৫০টি ঝুপড়ি, ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। তবে ইতিমধ্যে ৪০-৫০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে।

Fire at Salt Lake: ফাল্গুনী মার্কেট এলাকায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৪০-৫০টি ঝুপড়ি, ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত
সল্টলেকে বিধ্বংসী আগুন।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 11:35 PM

কলকাতা: ফের শহরে বিধ্বংসী আগুন। এবার সল্টলেকের ফাল্গুনী মার্কেট সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন লাগল। এলাকাটি ঘিঞ্জি বসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। তবে ইতিমধ্যে ৪০-৫০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। রবিবার রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

জানা গিয়েছে, সল্টলেকের ফাল্গুনী মার্কেট এলাকাটি ঘিঞ্জি বসতিপূর্ণ। ছোট- ছোট একাধিক ঝুপড়িতে বহু মানুষের বাস। কমপক্ষে ৮২টি পরিবার বসবাস করেন। এদিন রাতে হঠাৎ করেই ওই বস্তি এলাকায় আগুন লেগে যায়। ঘিঞ্জি বসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। কিন্তু আগুন কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ আকার নেওয়ায় আরও ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শেষ পাওয়া খবর পর্যন্ত, কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গিয়েছে ফাল্গুনী মার্কেট বস্তি এলাকার ৪০-৫০টি ঝুপড়ি। ১০টি ইঞ্জিনের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুর চেয়ারম্যান কৃষ্ণা বসু।

দমকল বাহিনীর অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই আগুন লেগেছে। বস্তি এলাকায় আগুনের শিখা যত এগোচ্ছে, ততই একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এছাড়া ঝুপড়িগুলিতে অনেক দাহ্য পদার্থ মজুত রয়েছে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও ওই বস্তির ৮২টি পরিবারের সদস্যদেরই নিরাপদ স্থানে সরানো সম্ভব হয়েছে। তবে পার্শ্ববর্তী একটি বস্তিতেও ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। অবশেষে দমকলকর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে অনেকগুলি ঝুপড়ি পুড়ে গেলেও এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।