Election Commission Fire: নির্বাচন কমিশনের বিল্ডিংয়ে আগুন! ছুটে গেল দমকল বাহিনী
Election Commission Fire: নির্বাচন কমিশনের ওই বিল্ডিংয়ের এক তলায় ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ সংস্থা বামার লরি ডেটা সেন্টার। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

কলকাতা: নির্বাচন কমিশনের বিল্ডিংয়ে আগুন। একদিকে কালীগঞ্জের উপনির্বাচন ঘিরে যখন চলাফেরা বেড়েছে কলকাতায় কমিশনের দফতরে। প্রতি মুহূর্তে ঢুকছে নতুন নতুন তথ্য। সেই আবহে লেলিহান আগুন ছড়িয়ে পড়ল কমিশনের একতলায় অবস্থিত বামার লরি ডেটা সেন্টার রুমে। তারপরই মুহূর্তের মধ্যে সেদিকে ছুটে যায় দমকল বাহিনী।
কীভাবে আগুন লাগল, কোনও তথ্যের ক্ষতি হয়েছে কিনা সেই নিয়ে বামার লরি কর্তৃপক্ষ তরফে এখনও কিছু জানা যায়নি। দমকল বাহিনীর অভ্যন্তরীণ সূত্রে খবর, আগুনের প্রভাবে অনেক তথ্যই পুড়ে গিয়েছে। পাশাপাশি, কীভাবে আগুন লাগল তা আপাতত খতিয়ে দেখা হচ্ছে। তবে এই আগুনের সঙ্গে নির্বাচন কমিশনের কোনও সংযোগ নেই। তাদের অফিসে কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ওই বিল্ডিংয়ের এক তলায় ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ সংস্থা বামার লরি ডেটা সেন্টার। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আর চার তলায় রয়েছে নির্বাচন কমিশনের অফিস। যেহেতু আজ কমিশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন। সেহেতু বিল্ডিংয়ে উপস্থিত ছিলেন বেশির ভাগ কর্মীরাই। এই পরিস্থিতিতে আগাম নিরাপত্তার কথা ভেবেই খালি করে দেওয়া হয় প্রতিটি অফিস।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহের মধ্যে শহর তথা শহরতলি সর্বত্রই ঘটে চলেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। কার্যত জতুগৃহে পরিণত হয়েছে শহর কলকাতা। কখনও বড়বাজার, কখনও বা খিদিরপুর বাজার। লেলিহান আগুনে ছারখার হয়ে গিয়েছে একাধিক জায়গা। এবার সেই আগুনের গ্রাসে কেন্দ্রের আওতাধীন সংস্থা।

