মঙ্গলের ভোরে রাজভবনে আগুন, তড়িঘড়ি পৌঁছল দমকলের ৬ ইঞ্জিন
ঘটনাস্থলে সিইএসসি (CESC) কর্মীরা। কী ভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা: রাজভবনে (Raj Bhavans) আগুন। মঙ্গলবার ভোর ৫টা ৫০ নাগাদ রাজভবনের ভিতরে আগুন লাগে বলে সূত্রের খবর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
রাজভবন সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে হঠাৎই রাজভবনের পিছনের দিক থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। রাজভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরাই তা দেখেন। এরপরই শুরু হয় ছোটাছুটি। এমনিতে সবসময়ই রাজভবনে দমকলের একটি ইঞ্জিন থাকে। তবে সূত্রের খবর, কোনও ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। আরও ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারা।
ছ’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণেও চলে আসে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছন সিইএসসি কর্মীরা। কী ভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে।