Tollygunge Fire : রবির সকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, টালিগঞ্জে আগুন, দাউদাউ করে জ্বলছে আস্ত স্টুডিয়ো
Tollygunge Fire : যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। চলছে আগুনের উৎসস্থল খোঁজার কাজ।
কলকাতা : ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফিরল গত বছরের অক্টোবরের স্মৃতি। ফের টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আগুন (Tollygunge Fire)। টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলছে স্টুডিওর একাংশ। স্টুডিও আশেপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এসেছে দমকল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। চলছে আগুনের উৎসস্থল খোঁজার কাজ। সূত্রের খবর, ভোর পাঁচটা নাগাদ প্রথম অগ্নিকাণ্ডের খবরটা জানা যায়। যে স্টুডিওতে আগুন লেগেছে সেখানে একাধিক টিভি সিরিয়ালের শ্যুটিং হতো বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে স্টুডিওর একাংশ।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৩ অক্টোবর সাতসকালে একটি মুভি সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। দমকলের ১৫ টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এদিন টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডির আগুন নেভানোর কাজ করছে দমকলের ৩টি ইঞ্জিন। সূত্রের খবর, স্টুডিয়োর মধ্যে প্রচুর আসবাবপত্র ছিল। সেগুলি ইতিমধ্যেই সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে মোটের উপর আগুন এখন নিয়ন্ত্রণে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে পুড়ে গিয়েছে আস্ত একটা ফ্লোর। ফ্লোরের সামনেই ছিল রান্নাঘর। সেই রান্নাঘর থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান।
সূত্রের খবর, ভোরে যে সময় আগুন লাগে তখন স্টুডিয়োর মধ্যে বিশেষ কেউ ছিলেন না। হাতেগোনা কয়েজন কয়েক জন কর্মী ছিলেন বলে জানা যায়। আশেপাশের লোকেরাই প্রথম আগুন জ্বলতে দেখেন। খবর যায় পুলিশে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ না জানা গেলেও ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষের গণ্ডি পার করে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।