গড়িয়া: ভোটের আগে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে উদ্ধার অস্ত্র। গড়িয়ার ৫২ পল্লি থেকে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শটার, ২টি ৭এমএম পিস্তল, ৩০ রাউন্ড কার্তুজ, ৫ কেজি বারুদ। উদ্ধার হয়েছে ২৫টি সুতলির বান্ডিল। মূলত বোমা বাধার কাজে উদ্ধার করা হয়। এই ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অস্ত্র ও অস্ত্রের সামগ্রী উদ্ধার হয়েছে আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ওই ছাত্রের বাড়ি থেকেই।
ধৃতদের একজনের নামে খুনের মামলার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। চার্জশিটও হয়ে গিয়েছে। কোথা থেকে এই অস্ত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের সঙ্গে অস্ত্র চোরাচালানের কোনও সংযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
ডিএসপি ক্রাইম বারুইপুর পুলিশ জেলা ফয়জল বিন আহমেদ বলেন, ভোট চলছে। তাই বারুইপুর জেলা পুলিশ সবসময় সতর্ক। তল্লাশি-অভিযানও চলেছে। এরইমধ্যে রবিবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানায় খবর আসে অস্ত্র মজুতের। এরপরই অভিযান চালিয়ে একজনকে ধরা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আশুতোষের ওই ছাত্রের নাম উঠে আসে। তাঁর বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদের পরই তল্লাশিতে অস্ত্রগুলি উদ্ধার হয়।