AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

First Ice in Kolkata: সাহেবদের ‘আবদারে’ কলকাতায় প্রথম ‘বরফ’!

Kolkata: ঠাণ্ডা ঘরে 'মেন্টাল রিফ্রেশিং'য়ের নামে এক পাত্তর মদের সঙ্গে দেদার আইস কিউব ফেলে চুমুক দেন ৩০ থেকে ৭৫ বছর বয়সীরা। বর্তমানে আইস কিউবকে নানা ধাঁচে ফেলে চমক দিচ্ছেন বারটেন্ডাররা। দেখতে ভারি মজার। স্ফীত, গোলাকার, চৌকো আকারের বরফের টুকরো এখন স্বচ্ছ কাঁচের দেওয়ালে লেগে থাকে জাপ্টাজাপ্টি করে।

First Ice in Kolkata: সাহেবদের 'আবদারে' কলকাতায় প্রথম 'বরফ'!
ছবিটি প্রতীকী
| Updated on: Jul 09, 2024 | 10:01 PM
Share

গরমে গলা শুকিয়ে কাঠ। রাস্তার একটি বিড়ি-সিগারেটের দোকান থেকে একটি ঠাণ্ডা পানীয় দিয়ে গলা না ভেজালেই নয়। সঙ্গে থাকা জলের বোতলের জলও শেষ। ভ্যাপসা গরম, ভেজা আবহাওয়ায় শরীরটা যেন পাকিয়ে এল তুষারের। পেশায় সেলসম্যান। টার্গেটে পৌঁছাতে মাসের শেষে নিজের কাজ সারতে হবে এই সপ্তাহেই। তাই হেঁটে- বাসে চড়ে বিভিন্ন ক্লায়েন্টের কাছে নিজের উপস্থিতি জাহির করতে নাজেহাল অবস্থা তাঁর। দোকানের শীর্ণকায় একট নিরিহ গোচের দোকানদারকে শান্ত গলায় জিজ্ঞাসা করল, ‘কোনও ঠাণ্ডা কিছু আছে? সাদা বা কালো, যে কোনও একটি দাও। অসম্ভব গরম।’ ঘোলাটে, ঘুম ঘুম চোখে দোকানদার একটু ইতস্তত সুরে বলল, ‘ঠাণ্ডা নেই কিছু। বরফ নেই। জল আছে। নরম্যাল। চলবে?’ দোকানের একপ্রান্তে থাকা বেঞ্চে সবে পিঠের ব্যাগটি রেখে একটু স্বস্তির শ্বাস ফেলতে গিয়েছিল। নির্জীব দোকানদারের উত্তরে মনটা ভেঙে গেল যেন।’ ঠাণ্ডা নেই মানে? এই গরমে ঠাণ্ডা জল বা কোনও কোল্ড ড্রিঙ্কস নেই!দ্যাখো না কিছু পাও কিনা। অল্প ঠাণ্ডা হলেও চলবে’। ঝিমিয়ে থাকা চোখ-মুখে ভাবলেশহীনভাবে দোকানদার উত্তর দিল, ‘না গো বাবু, কোনও...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন