অগ্নিকাণ্ডে নিহত ৯, সকালেই ঘটনাস্থলে পৌঁছবে ফরেন্সিক দল
প্রশিক্ষিত দমকলকর্মীরা পরিস্থিতি জেনেও কী করে ওই অবস্থায় লিফট ব্যবহার করলেন? কোথাও কি সমন্বয়ের অভাব ছিল?
ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire) স্ট্র্যান্ড রোডের (Strand Road) বহুতলে। লিফটেই জীবন্ত দগ্ধ ৯ জন। কী ভাবে এই আগুন লাগল তা নিয়ে সোমবার রাতেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছবেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ফরেন্সিক টিমও যাবে সকাল ১০টা নাগাদ।
ফরেন্সিক টিমের প্রবেশে যাতে কোনওরকম সমস্যা না হয়, ভোরের আলো ফোটার আগে থেকেই সেখানে চলছে কুলিংয়ের কাজ। মঙ্গলবার ভোরের দিকেও এই বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। কোনওরকম পকেট ফায়ার রয়েছে কি না বারবার সেদিকটাই খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা।
Published on: Mar 09, 2021 10:08 AM