Tanmoy Bhattacharya: সাসপেনশন প্রত্যাহার করেও ফের শাস্তি, তন্ময়ের অতীত খুঁড়ল সিপিএম
Tanmoy Bhattacharya: গত ২৭ অক্টোবর এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সাক্ষাৎকার নিতে প্রাক্তন সিপিএম বিধায়কের বাড়ি গিয়েছিলেন তিনি। সেইসময় তাঁর কোলে বসে পড়েন তন্ময়।
কলকাতা: সাসপেনশন প্রত্যাহার করেও ফের শাস্তির খাঁড়া। প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে দল থেকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী। তবে তাঁর বিরুদ্ধে মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সরাসরি প্রমাণ মেলেনি। অতীতে এই ধরনের আচরণে তন্ময়ের বিরুদ্ধে প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী।
এরপর রাজ্য কমিটিতে তন্ময়ের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। যেহেতু তন্ময় সিপিএমের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। তাই তাঁর বিরুদ্ধে সিদ্ধান্তে কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রয়োজন। ফলে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে যাবে। সেখানে যা সিদ্ধান্ত হবে, তা জানাবে সিপিএম। তবে রাজ্য কমিটির সিদ্ধান্তেই কার্যত সিলমোহর দেয় কেন্দ্রীয় কমিটি।
গত ২৭ অক্টোবর এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সাক্ষাৎকার নিতে প্রাক্তন সিপিএম বিধায়কের বাড়ি গিয়েছিলেন তিনি। সেইসময় তাঁর কোলে বসে পড়েন তন্ময়। এই ঘটনায় হইচই শুরু হতেই বর্ষীয়ান নেতাকে সাসপেন্ড করা হয়। অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গড়ে সিপিএম। কমিটির তদন্ত শেষে সাসপেনশন প্রত্যাহার করা হয়।
এই খবরটিও পড়ুন
জানা গিয়েছে, মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় তন্ময়ের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া না গেলেও তাঁর বিরুদ্ধে আগে এই ধরনের আচরণের প্রমাণ মিলেছে। তাই, বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী তন্ময়কে ৬ মাস সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। এই নিয়ে বৃন্দা কারাটেরও পরামর্শ নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। সবমিলিয়ে মহিলা সাংবাদিককে হেনস্থায় দল তাঁকে ‘ক্লিনচিট’ দিলেও পুরনো ‘অসৎ’ আচরণের জেরে দল থেকে ৬ মাস সাসপেন্ড হচ্ছেন তন্ময়।