সস্ত্রীক করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে ভর্তি করা হল মীরাদেবীকে

ঘরেই রয়েছেন বুদ্ধবাবু। তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।

সস্ত্রীক করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে ভর্তি করা হল মীরাদেবীকে
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 19, 2021 | 1:00 AM

সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। করোনা পজিটিভ হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। সূত্রের খবর, মীরাদেবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরেই রয়েছেন বুদ্ধবাবু। তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। ঘরেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে মীরাদেবীকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিন প্রথমে করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। এরপরই করোনার রিপোর্ট পজেটিভ আসে তাঁরও। শেষ পাওয়া খবরে, বর্তমানে বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের আশেপাশে রয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। বাড়িতেই নন ইনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন তিনি।

আরও পড়ুন: ১০২ জ্বর ফিরহাদ হাকিমের, সঙ্গে পেটে ব্যথা, কিন্তু হাসপাতালে যেতে চান না মন্ত্রী

হাসপাতাল সূত্রে খবর, মীরা ভট্টাচার্য বর্তমানে স্থিতিশীল রয়েছেন। অক্সিজেন সাপোর্ট ছাড়াই তাঁর দেহে অক্সিজেনের মাত্রা ৯৫-৯৬ মধ্যে রয়েছে। তাঁর সিটি স্ক্যান এবং প্রয়োজনীয় রক্তপরীক্ষা করা হয়েছে। তবে শ্বাসকষ্ট-সহ জ্বরজ্বর ভাব এবং শরীরে অস্বস্তি রয়েছে মীরাদেবীর। সূত্রের খবর, বুদ্ধবাবুকেও আগামিকাল হাসপাতালে ভর্তি করা হতে পারে। যদিও সেই বিষয়ে নিশ্চিত করে এখনও কেউ কিছু বলতে পারেননি।