Fire in Kolkata: সেবার বড়বাজারে ছাই হয়ে গিয়েছিল হাজারের বেশি দোকান! স্টিফেন কোর্ট থেকে আমরি, ফিরে দেখা একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ড
Fire in Kolkata: এ ঘটনার ঠিক ২ বছর পর মৃত্যু মিছিল দেখা গিয়েছিল স্টিফেন কোর্টেও। দিনটা ছিল ২০২৩ সালের ২৩ মার্চ। স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি থেকে বেরোতে না পেরে প্রাণ হারান ৪৩ জন। তার এক বছরের মাথায় বিধ্বংসী অগ্নিকাণ্ড দেখা যায় ঢাকুরিয়ার আমরি হাসপাতালে।

কলকাতা: ফিরল স্টিফেন কোর্ট থেকে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে বিধ্বংসী আগুনের স্মৃতি। মঙ্গলবার রাতে দাউদাউ করে জ্বলে গেলে বড়বাজারের বুকে থাকা একটি ৬ তলা বিলাসবহুল হোটেল। প্রাণ গেল ১৪ জনের। যার মধ্যে তামিলনাড়ুর ২ শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। বাকিদের মধ্যে সিংহভাগই বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ২০০৮ সালের ১২ জানুয়ারি এই বড়বাজারের নন্দরাম মার্কেটেই বিধ্বংসী আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাড়ির সাতটি তলা। ছাই হয়ে যায় হাজারেরও বেশি দোকান।
এ ঘটনার ঠিক ২ বছর পর মৃত্যু মিছিল দেখা গিয়েছিল স্টিফেন কোর্টেও। দিনটা ছিল ২০২৩ সালের ২৩ মার্চ। স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি থেকে বেরোতে না পেরে প্রাণ হারান ৪৩ জন। তার এক বছরের মাথায় বিধ্বংসী অগ্নিকাণ্ড দেখা যায় ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। ২০১১ সালের ৯ ডিসেম্বরের ওই ঘটনায় অসহায়ভাবে ছটফট করতে করতে মৃত্যু হয় ৮৯ জনের।
২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর বাগরি মার্কেটের ৬ তলা বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় কোটি কোটি টাকার জিনিস। ২০২১ সালের ৮ মার্চ স্ট্র্যান্ড রোডে নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লাগে। ২টি লিফটে আটকে ঝলসে মৃত্যু হয় ৯ জনের। সাম্প্রতিককালে বিগত কয়েক বছরে কলকাতায় আরও বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের বড় ছবি দেখা যায়নি। এই ক’দিন আগেও ধাপায় প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।
