AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relief Fund: কোভিডের পর ফের একবার ত্রাণ তহবিল গড়ছে সরকার! শীঘ্রই সামনে আসবে অ্যাকাউন্ট নম্বর, খরচ কোন কোন খাতে

Relief Fund by Govt: প্রশাসনিক সূত্রের খবর, এই তহবিলে জমা পড়া টাকা রাজ্যের যে কোনও প্রান্তের বিপর্যয় মোকাবিলার জন্যেই কাজে লাগানো হবে। কোভিড পরিস্থিতি মোকাবিলার সময়েও বিশেষ ত্রাণ তহবিল গড়া হয়েছিল রাজ্যের সরকারের তরফ থেকে।

Relief Fund: কোভিডের পর ফের একবার ত্রাণ তহবিল গড়ছে সরকার! শীঘ্রই সামনে আসবে অ্যাকাউন্ট নম্বর, খরচ কোন কোন খাতে
বড় উদ্যোগ সরকারের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 13, 2025 | 9:17 PM
Share

কলকাতা: পুজোর পরেই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকে উত্তরবঙ্গ। দেখেছে মত্যুমিছিল। ভয়ঙ্কর ধসের ছবি দেখা গিয়েছে পাহাড়ি এলাকায়। ভেসেছে ডুয়ার্স। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রচুর মানুষের প্রাণহানি এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে ত্রাণ তহবিল গড়ছে রাজ্য সরকার। ইতিমধ‍্যেই রাজ‍্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। একইসঙ্গে সমানতালে তৈরি করা হচ্ছে এই ত্রাণ তহবিল। 

মুখ‍্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গে গিয়েছেন। ত্রাণ বিলির পাশাপাশি গোটা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এক সপ্তাহের ব্যবধানে ছুটে গিয়েছেন দু’বার। এবার খোলা হচ্ছে ত্রাণ তহবিল। ত্রাণ তহবিলে যে কোনও ব্যক্তি নিজের সামর্থ্য মতো অর্থ সাহায্য করতে পারবেন। যদিও এই তহবিল শুধুমাত্র উত্তরবঙ্গের বিপর্যয়ের কথা মাথায় রেখে করা হচ্ছে না বলেই প্রশাসনিক সূত্রের খবর। কিন্তু তাহলে কীভাবে ব‍্যয় হবে এই টাকা? তা নিয়েও শুরু হয়েছে চর্চা। 

প্রশাসনিক সূত্রের খবর, এই তহবিলে জমা পড়া টাকা রাজ্যের যে কোনও প্রান্তের বিপর্যয় মোকাবিলার জন্যেই কাজে লাগানো হবে। কোভিড পরিস্থিতি মোকাবিলার সময়েও বিশেষ ত্রাণ তহবিল গড়া হয়েছিল রাজ্যের সরকারের তরফ থেকে। রাজ্যের বিভিন্ন দফতরের ওয়েবসাইট ও প্রচার মাধ্যমে তহবিলের খুঁটিনাটি মানুষের কাছে পৌঁছে দিয়েছিল রাজ্য। এবারও একই ভাবে মানুষকে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তৈরি ত্রাণ তহবিলের বিষয়টি জানানো হবে বলে জানা যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই ত্রাণ তহবিলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে অন্যান্য তথ্য প্রকাশ করা হবে বলে সূত্রের খবর।