IAS Nandini Chakraborty: রাজভবন থেকে সমান্তরাল প্রশাসন চালাতেন নন্দিনী, তদন্তের নির্দেশ রাজ্যপালের: সূত্র
IAS Nandini Chakraborty: এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাপানউতর শুরু হয়েছে প্রশাসনিক মহলে। একইসঙ্গে রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকেও তলব করেছেন রাজ্যপাল। খবর সূত্রের।
কলকাতা : রাজভবন থেকে সরানো হয়েছে আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty)। তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার এই আনুষ্ঠানিকভাবে তাঁকে সরানোর কথা জানিয়েছে নবান্ন। এরইমধ্যে এবার নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। খবর রাজভবন সূত্রে। রাজভবন থেকেই ‘সমান্তরাল প্রশাসন’ চালাচ্ছিলেন নন্দিনী দেবী। রাজ্যপাল এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। প্রতিটি ক্ষেত্রে রাজভবন থেকে নবান্নকে দূরে রাখার চেষ্টা করেছেন নন্দিনী চক্রবর্তী। এমনই অভিযোগ করে রাজ্যপাল চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী এই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। একইসঙ্গে অভিযোগপত্রে এও বলা হয়েছে, রাজভবনে নিজের মতো করে প্রশাসন চালাচ্ছিলেন প্রধান সচিব। রাজ্যপালের বিভিন্ন বিষয়ে লেখার জন্য এক ব্যক্তি এসেছিলেন রাজভবনে। অভিযোগ, তাঁকে রাকেশ আস্থানা বলে প্রচার করেছিলেন নন্দিনী চক্রবর্তী। যে কারণে রাজ্যপাল ক্ষুব্ধ হন এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বলে মনে করা হচ্ছে।
এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাপানউতর শুরু হয়েছে প্রশাসনিক মহলে। একইসঙ্গে রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকেও তলব করেছেন রাজ্যপাল। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়, সেখানে নন্দিনী চক্রবর্তীকে নিয়েও আলোচনা হয় বলে খবর সূত্রের। তারপরই বুধবার তাঁকে সরানোর কথা জানানো হয় রাজভবনের তরফে।
প্রসঙ্গত, ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। রাজ্যের একাধিক দফতরের সচিব পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে নন্দিনী দেবীর। লা গণেশন যখন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তখনই রাজভবনের সচিব পদের দায়িত্ব গিয়েছিল তাঁর কাঁধে। এবার যাচ্ছেন পর্যটন দফতরের দায়িত্ব সামলাতে। বর্তমানের ওই দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়।