HC On Viswa Bharati: ‘সব সময় পা ছুঁয়ে কাঁদলে চলবে না…’ বিশ্বভারতীর উপাচার্যের উদ্দেশে নজিরবিহীন মন্তব্য বিচারপতির

HC On Viswa Bharati: এরপর বিচারপতি রাজা শেখর মান্থা স্পষ্ট করে বলে দেন, পরীক্ষা যেন সঠিকভাবে ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়, সেই বিষয়টির দায়িত্ব নিতে হবে প্রশাসনকে। দুটি গেটে পুলিশ থাকবে, যাঁরা দেখবেন বহিরাগতরা যেন ভিতরে না ঢুকতে পারে।

HC On Viswa Bharati: 'সব সময় পা ছুঁয়ে কাঁদলে চলবে না...' বিশ্বভারতীর উপাচার্যের উদ্দেশে নজিরবিহীন মন্তব্য বিচারপতির
উপাচার্যকে মন্তব্য হাইকোর্ট (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 10:05 AM

কলকাতা: বিশ্বভারতীতে অবিলম্বে পড়ুয়াদের হস্টেলে ফেরানোর নির্দেশ আদালতের। মঙ্গলবার স্পষ্ট করে দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ১১ মার্চ বিশ্বভারতীতে সেমিস্টার। তার আগে পড়ুয়ারা যাতে হস্টেলে ফিরতে পারেন, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যদি দরজা বন্ধ থাকে, তাহলে তালা ভেঙে ঢুকতে দিতে হবে। এমনও মন্তব্য করেন বিচারপতি। তবে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উদ্দেশে বিচারপতির উল্লেখ্য পর্যবেক্ষণ, ” আপনি (উপাচার্য) একজন প্রশাসক, দক্ষ হাতে প্রশাসন সামলাতে হবে। সব সমস্যাতেই পা ছুঁয়ে কাঁদলে হবে না।” এদিনের শুনানিতে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি ভার্চুয়ালি এজলাসে উপস্থিত ছিলেন। ছাত্র বিক্ষোভ নিয়ে তাঁর কাছে সোমবারই রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি। এদিন ভার্চুয়ালি উপস্থিত থেকে রিপোর্ট দেন তিনি। তবে তাঁর বক্তব্য, তালা বন্ধ, ঢুকতে দেওয়া হচ্ছে না বলে যে ধরনের অভিযোগ তোলা হচ্ছে, তা মিথ্যে। পুলিশ সুপার জানাচ্ছেন, সমস্ত অভিযোগের ভিত্তিতে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন।

এরপর বিচারপতি রাজা শেখর মান্থা স্পষ্ট করে বলে দেন, পরীক্ষা যেন সঠিকভাবে ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়, সেই বিষয়টির দায়িত্ব নিতে হবে প্রশাসনকে। দুটি গেটে পুলিশ থাকবে, যাঁরা দেখবেন বহিরাগতরা যেন ভিতরে না ঢুকতে পারে। ছাত্রদেরও তরফে দুজন প্রতিনিধি, শান্তিনিকেতন থানার দুজন কনস্টেবল এবং বিশ্বভারতীর ছয় সদস্যের কমিটির উপস্থিতিতে তালা ভেঙে হস্টেল খোলার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি আরও জানিয়ে দিয়েছেন, পরীক্ষার নির্ঘণ্ট ও সূচি অনুযায়ী ঘর বরাদ্দ করতে হবে।

গত কয়েক মাসে ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী ক্যাম্পাস। হস্টেল খোলার দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। অভিযোগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ঘরে তালা মেরে রেখেছে। পড়ুয়ারা দাবি করেন, ঘরে তালা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ। এই নিয়ে বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করে হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শ্রেণিকক্ষে তালা দিয়ে রেখে পঠনপাঠনে কোনওরকম অন্তরায় সৃষ্টি করছে কি না, তা জানাতে হবে।

তবে গত দুদিনের শুনানিতে বিচারপতির মন্তব্যে স্পষ্ট বোঝা গিয়েছে, তিনি বিষয়টিতে অত্যন্ত বিরক্ত। এদিন বিশ্বভারতীর উপাচার্যের উদ্দেশে তাঁর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, “আপনি একজন প্রশাসক, দক্ষ হাতে প্রশাসন সামলাতে হবে। সব সমস্যাতেই পা ছুঁয়ে কাঁদলে হবে না।”

আরও পড়ুন: Mamata Banerjee’s Fligh Irregularities: কেন মমতার বিমান বিভ্রাট? কারণ জানতে চেয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি

আরও পড়ুন: Dilip Ghosh: ‘ঠিক হয়েছে… ওদের এটা সইতেই হবে’, বিধানসভায় তুমুল অশান্তির কারণ ব্যাখ্যা দিলীপের