Amit Shah: তাহলে শেষ পর্যন্ত ক’টা পুজোর উদ্বোধন করছেন অমিত শাহ? যাচ্ছেন তো সন্তোষ মিত্র স্কোয়ার?

Amit Shah in Durga Puja: জরুরি কাজের জন্য সফরের সময় কাটছাঁট করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সেই কারণে এই সূচির বদল হতে চলেছে বলে খবর। এদিকে আবার সোশ্যাল মাধ্যমে তোপের পর তোপ দেগে চলেছেন কুণাল ঘোষ।

Amit Shah: তাহলে শেষ পর্যন্ত ক’টা পুজোর উদ্বোধন করছেন অমিত শাহ? যাচ্ছেন তো সন্তোষ মিত্র স্কোয়ার?
অমিত শাহImage Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Sep 25, 2025 | 12:45 AM

কলকাতা: কতগুলো পুজো উদ্বোধনে করবেন অমিত শাহ? ধোঁয়াশা বিজেপির অন্দরে। বৈঠক দলীয় নেতৃত্বের সঙ্গে! বৃহস্পতিবার রাতে শহরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত পর্যন্ত খবর ইজেডসিসির পুজো উদ্বোধনে যাচ্ছেন না অমিত শাহ। তবে লেক অ্যাভিনিউয়ে সেবক সঙ্ঘের পুজো উদ্বোধনে যাচ্ছেন। উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর। ওই পুজোর এবারের থিম অপারেশন সিঁদুর। যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

জরুরি কাজের জন্য সফরের সময় কাটছাঁট করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সেই কারণে এই সূচির বদল হতে চলেছে বলে খবর। এদিকে আবার সোশ্যাল মাধ্যমে তোপের পর তোপ দেগে চলেছেন কুণাল ঘোষ। বিজেপির অনেকের মতে, সেবক সঙ্ঘ অমিত শাহের সূচি থেকে বাদ পড়লে কুণাল ঘোষের দাবি মান্যতা পেত। 

দ্বিতীয়ত, দক্ষিণ কলকাতার পুজো বাদ গেলে রাজনৈতিক ভাবে অন্য বার্তা যেত। অনেকেই বলতেন তৃণমূল বিজেপির আঁতাত রয়েছে। তাই দক্ষিণ কলকাতা বাদ গেলে সেটা নিয়ে প্রচার হত। একইসঙ্গে, আবার আদি নেতার পুজোয় অমিত শাহ যাবেন না বললে কুণালের অভিযোগ প্রতিষ্ঠিত হত। কারণ সেবক সঙ্ঘে পুজো দলের দীর্ঘদিনের কর্মী মৃণাল দাসের পুজো বলে পরিচিত। এই পরিস্থিতিতে যা খবর তাতে দলীয় নেতৃত্বের সঙ্গে হোটেলে বৈঠক করার সম্ভাবনা রয়েছে অমিত শাহের। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে, ভোটের আগে পুজোর আবহে অমিত শাহের এই ‘অরাজনৈতিক’ সফর পদ্ম শিবিরে রীতিমতো নতুন অক্সিজেনের কাজ করতে পারে। শহুরে কর্মীদের মনোবল বাড়াতেও অনেকটাই সাহায্য করতে পারে। এখন দেখার জল শেষ পর্যন্ত কোনদিকে গড়ায়।