Tanmoy Bhattacharya: কত টাকার মালিক তন্ময় ভট্টাচার্য? কী বলছে নির্বাচনী হলফনামা?

Tanmoy Bhattacharya: গত এপ্রিলে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে এই সিপিএম নেতার বার্ষিক আয় ছিল ৫ লক্ষ ৫০ হাজার ৮০ টাকা। ওই বছর স্ত্রী লিলি ভট্টাচার্যের আয় ছিল ৪ লক্ষ ৬০ হাজার ৪৮০ টাকা। হলফনামা বলছে যখন তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয় তখন তন্ময়ের হাতে ক্যাশ ছিল ১৫ হাজার টাকা।

Tanmoy Bhattacharya: কত টাকার মালিক তন্ময় ভট্টাচার্য? কী বলছে নির্বাচনী হলফনামা?
কী বলছে নির্বাচনী হলফনামা? Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 2:28 PM

কলকাতা: লোকসভা ভোটের সময় শেষবার লড়েছিলেন। কিন্তু হারতে হয়েছিল। বরাহনগর কেন্দ্রে বিধানসভা ভোটের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। বর্তমানে সিপিএমের সেই বরিষ্ঠ নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে চলছে শোরগোল। মহিলা সাংবাদিককে ‘হেনস্থার’ অভিযোগে বিগত কয়েক দিন ধরেই তুমুল চাপাউনতোর চলছে। ডাক পেয়েছেন পুলিশেরও। এক সময় হয়েছিলেন উত্তর দমদমের বিধায়কও। তাঁর মোট সম্পত্তি কত জানেন? 

গত এপ্রিলে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে এই সিপিএম নেতার বার্ষিক আয় ছিল ৫ লক্ষ ৫০ হাজার ৮০ টাকা। ওই বছর স্ত্রী লিলি ভট্টাচার্যের আয় ছিল ৪ লক্ষ ৬০ হাজার ৪৮০ টাকা। হলফনামা বলছে যখন তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয় তখন তন্ময়ের হাতে ক্যাশ ছিল ১৫ হাজার টাকা। স্ত্রীর হাতে ছিল ৩০ হাজার টাকা। 

তাঁর নিজের নামে ও পরিবারের সদস্যের সঙ্গে যৌথভাবে রয়েছে একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্ট। তার মধ্যে একটিতে রয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৬১৮টাকা। স্ত্রীর সঙ্গে একটি যৌথ অ্য়াকাউন্টে রয়েছে ২১ হাজার ৩৪১.৩৯ টাকা। একটি পেনশনে অ্য়াকাউন্টে রয়েছে ৪.৪১৭.৩৫ টাকা। এছড়াও আরও একটি অ্যাকাউন্টে ১ লক্ষ ১৯ হাজারের বেশি টাকা রয়েছে। যদিও সেটি পরিবারের সদস্যের সঙ্গেই টার্ম ডিপোজিট। আরও একটি অ্য়াকাউন্টে রয়েছে ৮ হাজার ৭৫৮ টাকা। তবে উপরের সবকটাই ইউকো ব্যাঙ্কের নিউ মার্কেট ব্রাঞ্চে। এছড়াও সল্টলেক সেক্টর টু-তে ইউকো ব্যাঙ্কে তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে। এসবিআই-তে স্ত্রীর সঙ্গে একটি যৌথ অ্য়াকাউন্ট রয়েছে। স্ত্রীর নামে ইস্টার্ন রেলওয়ে কো-অপারেটিভ ব্যাঙ্কে রয়েছে আরও একটি অ্যাকাউন্ট। 

তন্ময় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ১৯৭৮ সাল বি.কম পাশ করেন। তন্ময়ের কাছে রয়েছে ৪ লক্ষ ১ হাজার ৭৯০ টাকার একটি গাড়ি। এছড়াও বরাহনগরে তাঁর বাড়ির কথাও উল্লেখ রয়েছে হলফনামায়। যার বর্তমান বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা। হলফনামা বলছে, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২১ লক্ষ ২৮ হাজার ৮৮৬ টাকা। অন্যদিকে স্থাবর সম্পত্তির পরিমাণ ৭৫ লক্ষ। সে ক্ষেত্রে স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩২ লক্ষ টাকা।