এক দিনে দু’বার তর্পণ তৃণমূল নেতার, কারণ কী?
দিনে মোট দুবার ‘তর্পণ’ করলেন ওই তৃণমূল নেতা। গত ন’বছর ধরে মহালয়ার দিন তর্পণ করেন তিনি।
হাওড়া: মহালয়ার দিনে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ করার ভিড়। মহালয়ার ভোর হলেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে আসেন সকলে। তৃণমূলের এক নেতা ভোরবেলা গঙ্গার ঘাটে এসে তর্পণ করেছিলেন। সন্ধ্যাবেলা ফের ‘তর্পণ’ করলেন তিনি। দিনে মোট দুবার ‘তর্পণ’ করলেন ওই তৃণমূল নেতা। গত ন’বছর ধরে মহালয়ার দিন তর্পণ করেন তিনি। দু’বেলা করেই করেন তর্পণ। কিন্তু দিনে দু’বার তর্পণ? ব্যাপার কেমন লাগেছে তো?
নবান্নের এক দম কাছে হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর ছিলেন বিশ্বনাথ দাস। বছর দশেক আগে মা-বাবাকে হারিয়েছেন তিনি। ন’বছর ধরে তর্পণ করছেন। এক বেলা নয়। দুই বেলা করে। সকালে বাকিদের মতোই গঙ্গায় স্নান সেরে গঙ্গার জলে দাঁড়িয়ে পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ করেন বিশ্বনাথ। তবে তাঁর সন্ধ্যাবেলার ‘তর্পণ’ একটু অন্য রকম ভাবে করেন তিনি। প্রায় তিন হাজার প্রবীণ মানুষের হাতে ময়দা, চিনি, সুজি ও নতুন জামাকাপড় তুলে দেন। গত ন’বছর ধরেই এ ভাবে প্রবীণদের ‘অঞ্জলি’ দিয়ে সন্ধ্যাবেলার ‘তর্পণ’ সারে তৃণমূলের ওই প্রাক্তন কাউন্সিলর।
বিষয়টি নিয়ে বিশ্বনাথ বলেছেন, “অনেক প্রবীণ মানুষ আছেন যাঁদের কেউ নেই। আমি একদিন দিয়ে পোষাতে পারবো না জানি। কিন্তু একদিনও যদি এঁদের জন্য কিছু করতে পারি মনটা ভরে যায়।”