AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2025, Maha Asthami: মহাষ্টমীতে মাতোয়ারা বাংলা, কলকাতার পাশাপাশি জেলার মণ্ডপে মণ্ডপেও উপচে পড়ছে ভিড়

Durga Puja Crowd: অষ্টমীর দুপুরে আবহাওয়া খানিকটা পুজোর আমেজে দাগ কাটার চেষ্টা করেছিল। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই কলকাতা থেকে শুরু করে জেলার নানা মণ্ডপে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন।

Durga Puja 2025, Maha Asthami: মহাষ্টমীতে মাতোয়ারা বাংলা, কলকাতার পাশাপাশি জেলার মণ্ডপে মণ্ডপেও উপচে পড়ছে ভিড়
মহাষ্টমীতে মাতোয়ারা বাংলা, কলকাতার পাশাপাশি জেলার মণ্ডপে মণ্ডপেও উপচে পড়ছে ভিড়Image Credit: TV9 Bangla
| Updated on: Sep 30, 2025 | 7:02 PM
Share

কলকাতা: বনেদি বাড়ির পুজো থেকে বারোয়ারি— মহাষ্টমীতে দেখা যাচ্ছে মহাধুম। প্রাণের পুজোয় একেবারে মাতোয়ারা হয়ে উঠেছে বাংলা। জোর কদমে প্যান্ডেল হপিংয়ে পা মিলিয়েছেন আট থেকে আশি। অষ্টমীর দুপুরে আবহাওয়া খানিকটা পুজোর আমেজে দাগ কাটার চেষ্টা করেছিল। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই কলকাতা থেকে শুরু করে জেলার নানা মণ্ডপে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর ভিড়কে যে অষ্টমীর ভিড় টেক্কা দেবে, তা বলার অপেক্ষা রাখে না। মহাষ্টমীর সন্ধে গড়াতে না গড়াতেই সেই ছবিটা হুবহু মিলে যাচ্ছে।

অষ্টমীতে বেড়েই চলেছে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়

সকাল সকাল অষ্টমীর অঞ্জলি দিয়ে অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন শহরের নানা প্রান্তে। এ বার কলকাতায় ভিড় টানছে বেশ কয়েকটি পুজো মণ্ডপ। তালিকায় রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘অপারেশন সিঁদুর’, উত্তরের আকর্ষণ টালা প্রত্যয়ের ‘বীজঅঙ্গন।’ এর পাশাপাশি রয়েছে শ্রীভূমি, সুরুচি সংঘ, চেতলা অগ্রণীর পুজো এবং ত্রিধারার পুজোও।

Puja Crowd

অষ্টমীতে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় (নিজস্ব চিত্র)

সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে এর আগে নোটিস গেলেও সেখানে ভিড়ের সংখ্যা কমার পরিবর্তে বেড়েই চলেছে। মহাষ্টমীর সন্ধে গড়াতে না গড়াতেই ত্রিধারার পুজোতেও গিয়েছে নোটিস। অঘোরিদের লাইভ পারফরম্যান্সে নাকি দর্শনার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সেই কারণেই নোটিস। যদিও এর ফলে ত্রিধারার দর্শনার্থী কিন্তু কমছে না।

Asthami Puja Crowd

আনন্দমুখর অষ্টমীর রাত (নিজস্ব চিত্র)

অন্যদিকে বেলুড় মঠ থেকে ম্যাডক্স স্কোয়ারেও দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড়। পুজোর তো আর সেই ভাবে দেখতে গেলে একটা দিন বাকি, নবমী। তাই অষ্টমীতেই যতগুলো সম্ভব ঠাকুর দেখার প্ল্যান নিয়ে অনেকেই বেরিয়েছেন। রাত যত বাড়ছে, কলকাতার উত্তর থেকে দক্ষিণের প্যান্ডেলে প্যান্ডেলে মারাত্মক ভিড়ও বাড়ছে। পাশাপাশি নানা জেলার থিম পুজোও এ বার পাল্লা দিয়ে ভিড় টানছে। মণ্ডপ সজ্জা থেকে প্রতিমার মুখ সব কিছুতেই কলকাতার নানা পুজোকে টেক্কা দিচ্ছে জেলার পুজোও।