Fire: টেরিটি বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন, কালীপুজোর আগে বড় ক্ষতি ব্যবসায়ীদের

Fire: কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করে। আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে।

Fire: টেরিটি বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন, কালীপুজোর আগে বড় ক্ষতি ব্যবসায়ীদের
টেরিটি বাজারে আগুন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2024 | 9:40 PM

কলকাতা: সাইক্লোন ‘দানা’ আতঙ্কে কাঁপছে দক্ষিণবঙ্গ। তারই মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতা শহরে। এবার টেরিটি বাজার। বুধবার ভরসন্ধ্যায় জনবহুল ওই এলাকায় আগুন লেগে যায়। প্রাথমিকভাবে আগুন নেভাতে হাজির হয় দমকলের ১০টি ইঞ্জিন। আগুন বহরে বাড়তে থাকায় ক্রমে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। ১৫টি  ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি কাঠের গুদাম থেকেই ছড়িয়েছে আগুন। দূর থেকেই দেখা যাচ্ছে আগুলের লেলিহান শিখা। একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ছে। রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই আগুন নিয়ন্ত্রণ না করা গেলে বড় ক্ষতি হবে ব্যবসায়ীদের।

huge fire at territy bazar, kolkata, 15 fire engines at spot

টেরিটি বাজারে আগুন

টেরিটি বাজারের কাছেই রয়েছে এজরা স্ট্রিট। এজরা স্ট্রিটের আলোর মার্কেট বেশ জনপ্রিয়। কালীপুজো বা দীপাবলির আগে অনেকেই এই এজরা স্ট্রিটে আলো কিনতে যান। এই সময় ব্যবসায়ীরাও বড় লাভের মুখ দেখেন। তার মধ্যে বেশ কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে বলে সূত্রের খবর। ফলে টুনি লাইটগুলি পুড়ে যাওয়ার আশঙ্কা। কালীপুজোর আগে আতঙ্কিত ওই এলাকার ব্যবসায়ীরা।

কীভাবে আগুন ছড়াল, তা এখনও স্পষ্ট নয়। তবে বড় কোনও ক্ষতি যাতে না হয়, তার জন্য পুরো এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে হেস্টিংস ও বড়বাজার থানার পুলিশ। পৌঁছেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকার যান নিয়ন্ত্রণ করা হয়েছে।