Fire: চারিদিকে শুধু লাল শিখা আর ধোঁয়া, বিধ্বংসী আগুন খিদিরপুর বাজারে, ভস্মীভূত ৪০০ দোকান
Kolkata Fire: ২০টি দমকল মিলে আগুন নেভানোর চেষ্টা করছে। ৪ ঘণ্টা পার করে গেলেও এখনও ধিকিধিকি আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরিভাবে।

কলকাতা: শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুন খিদিরপুরে। গতকাল, রবিবার মধ্য রাতে খিদিরপুর বাজারে আগুন লাগে। দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৪০০ দোকান। ঘটনাস্থলে এসেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
জানা গিয়েছে, রবিবার রাত ২টো ৫ নাগাদ খিদিরপুর বাজারে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আশেপাশের দোকানগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। বেশ কয়েকটি দোকান আগুনের গ্রাসে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। ২০টি দমকল মিলে আগুন নেভানোর চেষ্টা করছে। ৪ ঘণ্টা পার করে গেলেও এখনও ধিকিধিকি আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরিভাবে। বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সাদা ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যাওয়ায় আগুন নেভাতেও সমস্যা হচ্ছে। ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৪০০-রও বেশি দোকান।
দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “ফিরহাদ হাকিমও সকালে ফোন করেছিলেন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, আগুন নেভাতে তাই সমস্যা হচ্ছে। দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। জলের ব্যবস্থাও করা হয়েছে। কুলিং হলে, পকেট ফায়ারগুলি নেভানোর চেষ্টা করা হবে। অনেক দোকান নিয়ম মেনে ঠিকভাবে তৈরি করা হয়নি।”
এদিকে, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দমকলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। ততক্ষণে এই ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে অনেকটাই।
জানা গিয়েছে, খিদিরপুর বাজারে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল বিভিন্ন দোকানে। সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

