পোর্ট ট্রাস্টের গা ছমছমে অফিস থেকে ভরদুপুরে উদ্ধার নরকঙ্কাল!

থানায় খবর দিলে পুলিশ এসে জানায়, হাড়গুলি কোনও ব্যক্তির। যদিও তা কোনও পুরুষ না মহিলার সেটা এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পোর্ট ট্রাস্টের গা ছমছমে অফিস থেকে ভরদুপুরে উদ্ধার নরকঙ্কাল!
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 4:15 PM

কলকাতা: ভরদুপুরে কলকাতা পোর্ট ট্রাস্টের কয়েকশো বছর পুরনো একটি অফিস থেকে উদ্ধার হল নরকঙ্কাল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বন্দর স্ট্র্যান্ড রোড এলাকায়। সূত্রের খবর, জরাজীর্ণ ওই অফিসে কাজ করতে গিয়ে হাড়গোড় দেখতে পান কয়েকজন শ্রমিক। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে জানায়, হাড়গুলি কোনও ব্যক্তির। যদিও তা কোনও পুরুষ না মহিলার সেটা এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যাচ্ছে, ওয়ারহাউস তৈরির জন্য এই অফিসটিকে গোদরেজের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই কাজ চলার সময় মঙ্গলবার দুপুরে পোর্ট ট্রাস্টের অফিসের ছাদ থেকে এই কঙ্কাল উদ্ধার হয়। শহরের প্রাণকেন্দ্রে থাকা পোর্ট ট্রাস্টের এই বাড়িটির পরিবেশ রীতিমতো গা ছমছমে। ভূতুড়ে বললেও ভুল হয় না। বহু বছর কোনও মানুষের আনাগোনা নেই সেখানে। ঠিক এরকম একটি বাড়িতে কী ভাবে কোনও মানুষের প্রবেশ ঘটল, কী ভাবেই বা কঙ্কাল এল? একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে কঙ্কাল উদ্ধারের এই ঘটনা।

আরও পড়ুন: একদিনের শিশুকে সিসিইউয়ে রেখেই পৃথিবী ছাড়লেন কলকাতা মেডিক্যালের সেই প্রসূতি

ঠিক যে জায়গায় এই কঙ্কাল উদ্ধার হয়েছে তার আশেপাশে জনমানবের কোনও উপস্থিতি নেই বললেই চলে। ফলে কঙ্কাল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রহস্য দানা বেঁধেছে। স্থানীয় সূত্রে খবর, এক সময় পোর্ট ট্রাস্টের অতিথিশালা হিসেবে এই বাড়িটিকে ব্যবহার করা হত। কিন্তু, দীর্ঘ সময় ধরে তা আর ব্যবহার করা হয় না। এ দিন কঙ্কালটি নজরে আসার পর সবার প্রথম নর্থ পোর্ট থানায় খবর দেওয়া হয়। পরবর্তী সময় লালবাজারে গোয়েন্দারা ঘটনাস্থলে আসেন। তারপরই নিশ্চিত হয়, কঙ্কালটি একটি মানুষের।

আরও পড়ুন: ১৪ হাজার শিক্ষক নিয়োগ হবে উচ্চপ্রাথমিকে, সম্ভবত জুলাইতেই ইন্টারভিউ