Weather Update: বাংলার ‘সুমেরু’ দার্জিলিং হলে ‘কুমেরু’ পুরুলিয়া! নেমে গেল ৯ ডিগ্রিতে
Weather Update: আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অন্যান্য বছর ডিসেম্বরের এই সময়ে কলকাতার গড় স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। কিন্তু, এবার ডিসেম্বরের শুরু থেকেই ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেছে শীত।

কলকাতা: টানা ৯ দিন। এদিনও নিম্নমুখী গোটা বাংলার পারা। হাওয়া অফিস বলছে আপাতত রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে বিশেষ কোনও বাধা নেই। সে কারণেই আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক বা তার থেকে সামান্য কমই থাকবে বলে জানা যাচ্ছে। এমনকী পারাপতনের নিরিখে উত্তরের জেলাগুলিকে জোর টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অন্যান্য বছর ডিসেম্বরের এই সময়ে কলকাতার গড় স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। কিন্তু, এবার ডিসেম্বরের শুরু থেকেই ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেছে শীত। হু হু করে নেমেছে পারা। বৃহস্পতিবার রাতেWinter in Bengal কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সিউরিতে সর্বনিম্ন ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে ১১ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১১.৬ ডিগ্রি সেলিসায়স, শ্রীনিকেতনে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস বলছে পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন শীতের দাপট বজায় থাকবে। পারাপতন অব্যাহত থাকবে বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে। দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও বড়সড় পারাপতন দেখা যাবে রাতে। অন্যদিকে জাঁকিয়ে শীত উত্তরেও। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিন বিকাল ৫টায় কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। বিকাল ৫টায় দার্জিলিংয়ের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। সকালে তা ঘোরাফেরা করছিল ৯ থেকে ১০ ডিগ্রির আশেপাশে।





