Explained: সত্যিই কি লাতিন আমেরিকার ‘কমরেড’ মমতা?

EXPLAINED: তিনি আজীবন সিপিএমের বিরুদ্ধে লড়াই করে এসেছেন। সেই সিপিএম-কে হারিয়েই ক্ষমতায় এসেছেন। কিন্তু, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত বামপন্থী বলে মনে করেন একাধিক তৃণমূল নেতা। কেউ বলছেন, তৃণমূল সুপ্রিমোর মধ্যে লাতিন আমেরিকার বামপন্থা রয়েছে। বামপন্থার লক্ষ্য কী? মমতার বামপন্থা নিয়ে কী বলছেন তৃণমূল নেতারা? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

Explained: সত্যিই কি লাতিন আমেরিকার কমরেড মমতা?
মমতার বামপন্থা নিয়ে কী বলছেন তৃণমূল নেতারা?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 13, 2025 | 9:33 AM

কলকাতা: হার না মানা জেদ। আক্রান্ত হয়েছেন। আরও মনের জোর নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের প্রথম থেকেই বামেদের বিরুদ্ধে সরব হয়েছেন। বাংলায় ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত বামপন্থী বলে মনে করেন একাধিক তৃণমূল নেতা। তাঁর জীবনযাত্রা, সাধারণ মানুষের জন্য তিনি যা যা পদক্ষেপ করেছেন, সেগুলি প্রকৃত বামপন্থীর লক্ষণ বলে তাঁদের বক্তব্য। আবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, তৃণমূল সুপ্রিমোর মধ্যে লাতিন আমেরিকায় বামপন্থা রয়েছে। এই নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? বামেরা কী বলছে? রাজনৈতিক জীবনের শুরু থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই মমতার- মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন