Indian Railways: টিকিট রিজার্ভেশনে বড় বদল আনল রেল, এই তথ্য না জানলেই নয়
Indian Railways: ট্রেনে সংরক্ষিত আসন নিয়ে দালালের সমস্যা একটি ব্যাপক সমস্যা। অনেক সময় দেখা যায়, দালালের মাধ্যমে টিকিট বুকিং করা হয়, যার ফলে সাধারণ যাত্রীরা বঞ্চিত হয়। দালালেরা সাধারণত সরকারি মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করে, যা সাধারণ যাত্রীদের জন্য একটি আর্থিক বোঝা।

কলকাতা: আর ৪ ঘণ্টা নয়, ২৪ ঘণ্টা আগে প্রকাশিত হবে ট্রেনের সংরক্ষিত আসনের তালিকা। ভারতীয় রেল সূত্রে খবর, ৪ ঘন্টা আগে জানানোয় সাধারণ মানুষ বিকল্প ব্যবস্থা করার ক্ষেত্রে সমস্যায় পড়তেন। যদি টিকিট কনফর্ম না হয়, তাহলে ওই ৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা করতে পারতেন না।
স্বাভাবিকভাবেই, তখন তাঁরা দালালদের ধরতেন ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু আগামী দিন থেকে ২৪ ঘন্টা আগে জানিয়ে দেওয়া হবে, টিকিট কনফার্ম হয়েছে না হয়নি। অর্থাৎ ট্রেনের সংরক্ষিত আসনের তালিকা প্রকাশিত করে দেওয়া হবে। এতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে ভারতীয় রেল মন্ত্রক সূত্রে খবর। ২৪ ঘণ্টা হাতে থাকায় বিকল্প ব্যবস্থা করতেও সুবিধা হবে টিকিট কনফর্ম না হওয়া যাত্রীদের।
ট্রেনে সংরক্ষিত আসন নিয়ে দালালের সমস্যা একটি ব্যাপক সমস্যা। অনেক সময় দেখা যায়, দালালের মাধ্যমে টিকিট বুকিং করা হয়, যার ফলে সাধারণ যাত্রীরা বঞ্চিত হয়। দালালেরা সাধারণত সরকারি মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করে, যা সাধারণ যাত্রীদের জন্য একটি আর্থিক বোঝা।
উল্লেখ্য, এর আগে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটার সময়সীমা বদলেছে রেল। গত বছর ১ নভেম্বর থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার সময়সীমার ক্ষেত্রে বদল আনা হয়েছে। এর আগে আগাম টিকিট কাটার সময়সীমা শুরু হত ১২০ দিন আগে থেকেই। অর্থাৎ, যাত্রার ১২০ দিন আগে সংরক্ষিত আসনের টিকিট কাটা যেত। তবে সেই সময়সীম কমিয়ে এনেছে রেল। এখন থেকে যাত্রার ৬০ দিন আগে পর্যন্ত টিকিট কাটা যাবে।





