Kolkata Weather: গুজরাটে IPL ফাইনাল, কলকাতায় বৃষ্টি হবে?
Kolkata Weather: গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি কমতেই শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহের হুঙ্কার। মঙ্গলবারের পাশাপাশি বুধবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতা-সহ বাকি জেলায় ভ্যাপসা গরমের অত্যাচার চলবে। কিন্তু বৃষ্টি কি হবে?

কলকাতা: কলকাতায় ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল আইপিএলের ফাইনাল। কিন্তু, শেষবেলায় তা সরে যায় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যা নিয়ে রাজনৈতিক মহলে জল ঘোলা কম হয়নি। ২০ মে বিসিসিআই আর আইপিএল গভর্নিং কাউন্সিল তাঁদের বৈঠকের পর জানিয়ে দেয় বৃষ্টি হতে পারে কলকাতায়। তাই আবহাওয়ার কারণেই ম্য়াচ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও তা মানতে নারাজ বাংলার শাসকদল। বারেবারে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর স্পষ্ট দাবি, রাজনৈতিক কারণেই ফাইনালের মতো বড় ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বঞ্চনা করা হয়েছে বাংলার মানুষের সঙ্গে। এদিন সন্ধ্যাতেই আমেদাবাদে বসতে চলেছে ফাইনালের আসর। কিন্তু কলকাতায় কি বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫০ থেকে ৯১ শতাংশের আশেপাশে। দিনভর রোদের দাপট থাকলেও কখনও কখনও আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। বিকেল বা সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাও সব জায়গায় নয়।
অন্যদিকে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি কমতেই শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহের হুঙ্কার। মঙ্গলবারের পাশাপাশি বুধবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতা-সহ বাকি জেলায় ভ্যাপসা গরমের অত্যাচার চলবে। আপাতত বর্ষার অগ্রগতির কোনও সম্ভাবনা নেই।
এদিকে ১৮তম আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে বৃষ্টির কারণে মুম্বই-পঞ্জাবের ম্যাচ দেরিতে শুরু হয়েছিল। তা নিয়েও খোঁচা দিয়ছিলেন অরূপ বিশ্বাস। এবার ওই একই ভেন্যুতে ফাইনাল।
