AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur University: রাত ১০টায় বন্ধ হবে সব হস্টেলের গেট, একটা মৃত্যুর পর অবশেষে টনক নড়ল যাদবপুরে

Jadavpur University: চারিদিক থেকে যখন একের পর এক প্রশ্ন উঠে আসতে শুরু করেছে, তখন যাদবপুরের হস্টেলগুলিকে নিয়মের বেড়াজালে নিয়ে আসতে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাতে আর অবাধ যাতাযাত থাকবে না যাদবপুরের হস্টেলে।

Jadavpur University: রাত ১০টায় বন্ধ হবে সব হস্টেলের গেট, একটা মৃত্যুর পর অবশেষে টনক নড়ল যাদবপুরে
অবাধ যাতায়াত এবার থেকে বন্ধ যাদবপুরের হস্টেলেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 12:00 AM
Share

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও। জোরালো হয়েছে র‌্যাগিং-এর অভিযোগ। গ্রেফতার হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়া ও প্রাক্তনী। চারিদিক থেকে যখন একের পর এক প্রশ্ন উঠে আসতে শুরু করেছে, তখন যাদবপুরের হস্টেলগুলিকে নিয়মের বেড়াজালে নিয়ে আসতে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাতে আর অবাধ যাতাযাত থাকবে না যাদবপুরের হস্টেলে। ঘড়ির কাঁটায় রাত ১০ টা বাজলেই বন্ধ হয়ে যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হস্টেলের গেট। রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হস্টেলের গেট।

হস্টেলের প্রত্যেক আবাসিককে সব সময় নিজেদের সঙ্গে হস্টেলের আইডেন্টিটি কার্ড রাখতে হবে। যখনই তা দেখতে চাওয়া হবে, তা দেখাতে হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে বলে দেওয়া হয়েছে, রাত ১০ টার পর হস্টেলের কোনও আবাসিক যেন হস্টেলের বাইরে না থাকেন। যদি কোনও কারণে কোনও পড়ুয়াকে হস্টেলের বাইরে থাকতে হয়, তাহলে তা হস্টেল সুপারকে আগাম জানাতে হবে।

হস্টেলের কোনও আবাসিকের সঙ্গে বাইরের কেউ দেখা করতে এলেও আর যত্রতত্র যেতে পারবেন না। বিজ্ঞপ্তিতে কড়াভাবে বলে দেওয়া হয়েছে, ভিজিটররা শুধুমাত্র হস্টেলের ভিজিটর রুমেই বসতে পারবেন। ভিজ়িটর রুম যদি কোনও কারণে খালি না থাকে, তাহলে হস্টেলের যে ঘরে টিভি রয়েছে, সেই ঘরে বসতে হবে। হস্টেলে আসার সময় প্রত্যেক ভিজিটরকে পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে এবং রেজিস্টার খাতায় কখন ঢুকছেন, কার সঙ্গে দেখা করতে আসছেন, সেই সব বিস্তারিত তথ্য লিখতে হবে। হস্টেল থেকে বেরনোর সময়েও একইভাবে কখন বেরচ্ছেন তা লিখতে হবে। এর পাশাপাশি রাত্রিবেলা যাদবপুরের প্রত্যেক হস্টেলের বাইরে মোতায়েন থাকবে নিরাপত্তারক্ষীও। বুধবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।