AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JNM Hospital: অপসারিত কল্যাণীর জেএন‌এম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারিত

JNM Hospital: অভিযোগকে মান্যতা দিয়ে অধ্যক্ষকে সরানোর জন্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে চিঠি  দেয় ন্যাশনাল মেডিক্যাল কমিশন। চিঠি পাওয়ার পর‌ই অধ্যক্ষ বদলের সিদ্ধান্ত।  তিলোত্তমা কাণ্ডে চাপে পড়ে কার্যত সাফাই অভিযানে স্বাস্থ্য‌ দফতর।

JNM Hospital: অপসারিত কল্যাণীর জেএন‌এম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারিত
জেএনএম হাসপাতালের অধ্যক্ষকে অপসারণImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 04, 2024 | 2:10 PM
Share

কলকাতা:  কল্যাণীর জেএন‌এম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে অভিজিৎ মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল। নতুন অধ্যক্ষ হলেন মণিদীপ পাল।  অধ্যক্ষের নিয়োগে বেনিয়মের অভিযোগ জানিয়ে ন্যাশনাল মেডিক্যাল কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন চিকিৎসকদের একাংশ।

অভিযোগকে মান্যতা দিয়ে অধ্যক্ষকে সরানোর জন্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে চিঠি  দেয় ন্যাশনাল মেডিক্যাল কমিশন। চিঠি পাওয়ার পর‌ই অধ্যক্ষ বদলের সিদ্ধান্ত।  তিলোত্তমা কাণ্ডে চাপে পড়ে কার্যত সাফাই অভিযানে স্বাস্থ্য‌ দফতর।

প্রসঙ্গত, মঙ্গলবারই নিরাপত্তার দাবিতে কল্যাণী জেএনএম হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক অভিজিৎ মুখোপাধ্যায়কে ঘেরাও করে রাখেন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ছাত্র ছাত্রীরা। তাঁদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি নেই। নিরাপত্তার সুবন্দোবস্ত নেই। নিরাপত্তা-সহ একাধিক দাবি নিয়ে তাঁরা অধ্যক্ষের অফিসের ঘরে ঘেরাও করে রাখেন। তার মধ্যেই বেনিয়মের অভিযোগ অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)