Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Minister: ‘বিজেপি-সিপিএমের সঙ্গে গলা মেলাচ্ছে ত্বহা সিদ্দিকী, বাংলার মানুষ জবাব দেবে’, নাম না করে আক্রমণ স্নেহাশিসের

TMC Minister: রবিবার ডানকুনির চাকুন্দিতে আয়োজিত ইফতারের মজলিসে যোগ দিয়েছিলেন স্নেহাশিস। সেখানে ত্বহার প্রসঙ্গ উঠতেই তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। তবে সেই সঙ্গে ক্ষোভও প্রকাশ করলেন। ত্বহার অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে পরিবহন মন্ত্রী উল্টে বাম-বিজেপিকে একহাত নেন।

TMC Minister: ‘বিজেপি-সিপিএমের সঙ্গে গলা মেলাচ্ছে ত্বহা সিদ্দিকী, বাংলার মানুষ জবাব দেবে’, নাম না করে আক্রমণ স্নেহাশিসের
রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2025 | 9:31 AM

ডানকুনি: বিজেপি-সিপিএমের সুরে যারা কথা বলছেন তাঁদের কোনও কথার উত্তর দেব না। বাংলার মানুষ এসব কথার কোনও মূল্য দেবে বলে আমার মনে হয় না। নাম না করে ত্বহা সিদ্দিকীকে এ ভাষাতেই আক্রমণ করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সম্প্রতি ফুরফুরা শরিফে ইসালে সওয়াবের আগে থেকেই পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। যার জেরে রীতিমতো অস্বস্তি বাড়ে তৃণমূল কংগ্রেসের। জেলা তথা রাজ্যের রাজনৈতিক মহলে চাপানউতোরও হয় বিস্তর। 

রবিবার ডানকুনির চাকুন্দিতে আয়োজিত ইফতারের মজলিসে যোগ দিয়েছিলেন স্নেহাশিস। সেখানে ত্বহার প্রসঙ্গ উঠতেই তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। তবে সেই সঙ্গে ক্ষোভও প্রকাশ করলেন। ত্বহার অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে পরিবহন মন্ত্রী উল্টে বাম-বিজেপিকে একহাত নেন। কটাক্ষের সুরেই বলেন, “বিজেপি-সিপিএম বলছে ছাব্বিশের ভোটে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস হটে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন। এর জবাব মানুষ জবাব দেবে। উনিও আবার বলছেন মানুষ এর জবাব দেবে!” যদিও বারবার উঠে আসতে থাকে ত্বহার প্রসঙ্গ।

বারবার সাংবাদিকরা ত্বহার প্রসঙ্গ তুলতেই খানিক ক্ষোভের সুরেই বলেন, “বাংলায় সম্প্রতি বজায় রাখার জন্য হিন্দু মুসলিম একসাথে লড়ছে। বিজেপি সিপিএম প্রতিদিন দলের বিরুদ্ধে কুৎসা করছে। সেই দলগুলোর সঙ্গে যারা গলা মেলাচ্ছে তাঁদের উত্তর দেওয়ার কোনও প্ৰয়োজনীয়তা নেই। বাংলার মানুষ সব দেখছে, সব জানে! তাঁরা এগুলোর মূল্য দেয় বলে মনে হয় না।” এদিকে কয়েকদিন আগেই ফুরফুরা থেকে ঘুরে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ত্বহার বদলে কাশেম সিদ্দিকীর সামনের সারিতে উঠে আসা নিয়ে জোর চর্চা চলছে রাজনীতির আঙিনায়। পীরজাদাদের বিশাল ‘সমাবেশ’ নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন নওশাদও। এই আবহে স্নেহাশিসের মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।