Jyotipriya Mallick: সোমবার বালুর ‘মুক্তি’র দিন, রবিতে সিজিওতে দেখে গেলেন ডাক্তার…

সিজার মণ্ডল | Edited By: সায়নী জোয়ারদার

Nov 05, 2023 | 11:55 PM

Ration Scam: গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিন বিচারক ইডি হেফাজতের নির্দেশ শোনাতেই কোর্টরুমে জ্ঞান হারান বালু। চেয়ার থেকে পড়ে যান তিনি। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চারদিন চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী। এরপর সিজিওতে নিয়ে যাওয়া হয়।

Jyotipriya Mallick: সোমবার বালুর মুক্তির দিন, রবিতে সিজিওতে দেখে গেলেন ডাক্তার...
জ্যোতিপ্রিয় মল্লিক।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত ইডি হেফাজতেই আছেন তিনি। আদালতের নির্দেশ ছিল, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে জ্যোতিপ্রিয়র। সেইমতো রবিবার ইডির দফতরে আসেন চিকিৎসকরা। সেনা হাসপাতালে নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরীক্ষানিরীক্ষা সিজিও কমপ্লেক্সেই করা হচ্ছে চিকিৎসক এনে। কেন কমান্ড হাসপাতালে না নিয়ে গিয়ে জ্যোতিপ্রিয়র শারীরিক পরীক্ষানিরীক্ষা ইডির দফতরেই হচ্ছে? লোয়ার কোর্টের অর্ডারে স্পষ্টই লেখা আছে, রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাক্টিশনার বা সরকারি হাসপাতালে রোজ মেডিক্যাল টেস্ট করতে হবে মন্ত্রীর। সেই নির্দেশ মেনেই ইডি দফতরে চিকিৎসকরা আসছেন।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিন বিচারক ইডি হেফাজতের নির্দেশ শোনাতেই কোর্টরুমে জ্ঞান হারান বালু। চেয়ার থেকে পড়ে যান তিনি। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চারদিন চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী। এরপর সিজিওতে নিয়ে যাওয়া হয়।

বালুর সুগার রয়েছে। অন্যান্য কিছু সমস্যাও আছে শরীরে। তবে চিকিৎসকরা জানান, আগে থেকেই সেসব চিকিৎসা চলছে। ওষুধও খান মন্ত্রী। ফলে উদ্বেগের কিছু নেই। তবে আদালতের নির্দেশ মেনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে ইডি। ৫ নভেম্বর অবধি ইডি হেফাজত তাঁর। ৬ তারিখ অর্থাৎ সোমবার ফের তাঁকে আদালতে পেশ করা হবে। আগামিকাল জ্যোতিপ্রিয় মল্লিকের ‘কোর্ট প্রোডাকশন’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ইতিমধ্যেই তিনি শুনিয়ে রেখেছেন, ৬ তারিখ নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। মুক্ত হবেন তিনি। আদালতে কোন বোমা ফাটান বালু, নজর সেদিকেই।

Next Article