Bangla NewsKolkata Jyotipriya mallick: yotipriya Mallick's lawyer did not apply for bail
Jyotipriya Mallick: ‘মুক্তি’ মিলল না, আরও ৭ দিন ইডি হেফাজতে বালু
Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় আইনজীবী অবশ্য তার ভিত্তিতে আদালতে মন্ত্রীর জামিনের জন্য সওয়াল করেননি। বরং বলেন, "আমরা মনে করছি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্ত দ্রুততার সঙ্গে শেষ হোক।"
আদালতে জ্যোতিপ্রিয়
Follow Us
কলকাতা: ‘বৃহত্তর ষড়যন্ত্র। তদন্ত দ্রুততার সঙ্গে শেষ হোক’। আদালতে নিজের জামিনের আবেদন করলেন না রেশন দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর মন্ত্রীকে আরও ৭ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেন ইডি-র আইনজীবী।
KEY HIGHLIGHTS:
আরও ৭ দিন ইডি হেফাজত বালু। ১৩ নভেম্বর ফের আদালতে পেশ করার নির্দেশ।
এদিনের সওয়াল জবাবের সময়ে জ্যোতিপ্রিয় আইনজীবী আদালতে দাবি করেন, আগের দিন আদালত নির্দেশ দিয়েছিল বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যাতে কমান্ড হসপিটাল মেডিক্যাল বোর্ড গঠন করে। কিন্তু আইনজীবী অভিযোগ করেন, কমান্ড হাসপাতালে এখনও পর্যন্ত সেই বোর্ড গঠন হয়নি।
যদিও তদন্তকারী আধিকারিক ম্যাজিস্ট্রেটের কাছে দাবি করেন, মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
এরপরই ইডি-র আইনজীবী বলেন, মন্ত্রীকে আরও জেরার প্রয়োজন রয়েছে। বেশ কিছু তথ্য তদন্তে উঠে এসেছে। সেগুলিকে যাচাই করার প্রয়োজন।
জ্যোতিপ্রিয় আইনজীবী অবশ্য তার ভিত্তিতে আদালতে মন্ত্রীর জামিনের জন্য সওয়াল করেননি। বরং বলেন, “আমরা মনে করছি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্ত দ্রুততার সঙ্গে শেষ হোক।”
আদালতে ঢোকার মুখেই জ্যোতিপ্রিয় আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘আমি মুক্ত, আমি নির্দোষ। ১১ দিনে ইডি বুঝতে পেরেছে আমি নির্দোষ। ইডি বুঝতে পেরেছে আমি দোষী নই।’
আগেই জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন, তিনি মুক্ত। চার দিন অপেক্ষা করতে। সেই মোতাবেক জল্পনা ছিল, আদালতে এদিন কি মুখ খুলবেন মন্ত্রী? মনে করা হয়েছিল, জামিনের আবেদন করবেন মন্ত্রীর আইনজীবী। কিন্তু মন্ত্রীর আইনজীবী এই নিয়ে এদিন কোনও উচ্চবাচ্যও করেননি। তাহলে প্রশ্ন থাকছেই, কীভাবে ‘মুক্তি’ পাবেন জ্যোতিপ্রিয়?