AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja 2023: ১২৫ ডেসিবেলে হতে পারে হার্ট অ্যাটাক, বাঁচার উপায় বাতলালেন চিকিৎসক

Kali Puja 2023: হার্টের অসুখের রোগী থেকে শিশু, কিংবা পোষ্য!প্রতিবছর এই সময়টায় মূলত সমস্যায় পড়ে থাকেন তাঁরাই। যাদের বাড়িতে ছোট শিশু রয়েছে বা পোষ্য তাঁরা একটু লক্ষ্য করে দেখবেন বাজির শব্দ যত প্রবল হয় অধিকাংশ শিশুই কান্নাকাটি করে।

Kali Puja 2023: ১২৫ ডেসিবেলে হতে পারে হার্ট অ্যাটাক, বাঁচার উপায় বাতলালেন চিকিৎসক
১২৫ ডেসিবেলে হতে পারে হার্ট অ্যাটাক, বাঁচার উপায় বাতলালেন চিকিৎসকImage Credit: Avik Debnath
| Updated on: Nov 08, 2023 | 5:59 PM
Share

কলকাতা: রাজ্যে বাজির শব্দমাত্রা বাড়িয়ে দিল সরকার। এত ৯০ ডেসিবেল পর্যন্ত ছাড়পত্র পেত। তবে এবার যেন কলার তুলে ফাটবে চকোলেট বোমা। ১২৫ ডেসিবেল পর্যন্ত শব্দ বাজির ছাড় দেওয়া হয়েছে। তবে এর জেরে আর চারপাশের অবস্থা কী হতে পারে তার ধারনা রয়েছে?

হার্টের অসুখের রোগী থেকে শিশু, কিংবা পোষ্য! প্রতিবছর এই সময়টায় মূলত সমস্যায় পড়ে থাকেন তাঁরাই। যাদের বাড়িতে ছোট শিশু রয়েছে বা পোষ্য তাঁরা একটু লক্ষ্য করে দেখবেন বাজির শব্দ যত প্রবল হয় অধিকাংশ শিশুই কান্নাকাটি করে। ঘরের পোষ্যরা সারাক্ষণ ঘুরঘুর করে আতঙ্কে। ফলত, শব্দবাজি থেকে একটু দূরত্ব বজায় রাখারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাজি ফাটলে যে হার্ট অ্যাটাক হতে পারে সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ চক্রবর্তী বললেন, “বিকট আওয়াজে হৃদস্পন্দন বেড়ে যায়। যার দেরে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা কমে যায়। তার ফলে শরীরে ও মস্তিষ্কে রক্ত চলাচল অনেকটাই কমে যায়। এতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।” এ ক্ষেত্রে বাঁচার উপায় কী? চিকিৎসক বললেন, “যেখানে বাজি ফাটানো হচ্ছে তা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। প্রয়োজনে ইয়ার প্যাড ব্যবহার করা যেতে পারে। আক্ষরিক অর্থে যাকে বলে কানে তুলো গুঁজুন।”