Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কসবা থানায় পোশাক বিতর্ক, কনস্টেবল ও সিভিক পুলিশকে তলব ডেপুটি কমিশনারের

Kasba Police Station: কয়েকদিন আগে পোশাক বিতর্কে সরগরম হয়ে ওঠে কসবা থানা। অভিযোগ, হাফ প্যান্ট পরে থানায় আসায় পুলিশ অভিযোগ জমা নিতে চায়নি।

কসবা থানায় পোশাক বিতর্ক, কনস্টেবল ও সিভিক পুলিশকে তলব ডেপুটি কমিশনারের
চিত্র সাংবাদিক- মৃন্ময় চক্রবর্তী। (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 1:34 PM

কলকাতা: কসবা থানায় (Kasba Police Station) পোশাক বিতর্কের জের। এবার কসবা থানার এক কনস্টেবল ও সিভিক পুলিশকে তলব করলেন ডেপুটি কমিশনার৷ পিকনিক গার্ডেনের এক বাসিন্দার অভিযোগ ছিল, হাফপ্যান্ট পরে থানায় যাওয়ায় পুলিশ তাঁর অভিযোগ জমা নিতে চায়নি। সেই ঘটনাতেই এবার বিস্তারিত তথ্য তলব করলেন ডেপুটি কমিশনার।

কয়েকদিন আগে পোশাক বিতর্কে সরগরম হয়ে ওঠে কসবা থানা। অভিযোগ, হাফ প্যান্ট পরে থানায় আসায় পুলিশ অভিযোগ জমা নিতে চায়নি। সাফ জানানো হয়েছিল হাফ প্যান্ট পরে থানায় এলে তারা কোনও অভিযোগ নেবে না। পরে ফুল প্যান্ট পরে এসে অভিযোগ দায়ের করতে পারেন অভিযোগকারী।

ঘটনার সূত্রপাত ২৩ জুলাই। পিকনিক গার্ডেনের বাসিন্দা বার্ণিক দত্ত কসবা থানায় তাঁর বন্ধুকে নিয়ে চুরির  অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, কসবা থানায় চুরির অভিযোগ দায়ের করতে গিয়ে একপ্রকার হেনস্থার শিকার হন তিনি। সঙ্গে তাঁর এক বন্ধুও ছিলেন। সে সময় তাঁর পরনে হাফ প্যান্ট থাকায় পুলিশ আধিকারিক সটান বলে দিয়েছিলেন, ‘অভিযোগ নেওয়া হবে না’।

বার্ণিকের দাবি, ফুল প্যান্ট পরে না এলে অভিযোগ নেওয়া হবে না বলে সাফ জানিয়েছিলেন পুলিশ কর্মীরা। ফের ফুলপ্যান্ট পরে থানায় গেলে অভিযোগ নেওয়া হয়। এরপর কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন বার্ণিক দত্ত। হেনস্থা হতে হয় বলেও অভিযোগ করেন ওই যুবক। এরপরই নড়চড়ে বসে কলকাতা পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতেই এই তলব। আরও পড়ুন: পিএসি-কাণ্ডের জল গড়াল ভিন রাজ্যেও! ডেপুটি স্পিকার ও বিরোধী দলনেতাদের চিঠি শুভেন্দুর