Kestopur: লোকটা যাচ্ছিল ঠিক তখনই…, কেষ্টপুরের রাস্তায় হাড়হিম ঘটনা
Kestopur: জানা গিয়েছে, ওই ব্যক্তি কেষ্টপুরের বাসিন্দা। তিনি পৌর ব্যাঙ্কের লকার থেকে সোনা এবং নগদ টাকা নিয়ে ই রিক্সা করে বাড়ি ফিরছিলেন। ঠিক দিগন্তিকা ফুটব্রিজের সামনে রাস্তা খারাপ থাকায় ধীর গতিতে যাচ্ছিলেন। সেই কারণে স্কুটি করে এসে এক ছিনতাইবাজ গাড়ি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
কলকাতা: গিয়েছিলেন ব্যাঙ্কে। সেখান থেকে টাকা-গহনা নিয়ে ফিরছিলেন। উঠেছিলেন ই-রিক্সায়। তার মধ্যেই ঘটে গেল বিপত্তি। স্কুটিতে চড়ে খুব ধীর গতিতে এক যুবক আসে। তারপর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
জানা গিয়েছে, ওই ব্যক্তি কেষ্টপুরের বাসিন্দা। তিনি পৌর ব্যাঙ্কের লকার থেকে সোনা এবং নগদ টাকা নিয়ে ই রিক্সা করে বাড়ি ফিরছিলেন। ঠিক দিগন্তিকা ফুটব্রিজের সামনে রাস্তা খারাপ থাকায় ধীর গতিতে যাচ্ছিলেন। সেই কারণে স্কুটি করে এসে এক ছিনতাইবাজ গাড়ি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ নিয়ে বিধান নগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নামে বিধাননগর গোয়েন্দা শাখা এবং পূর্ব থানার তদন্তকারী আধিকারিকরা।
যেহেতু ওই রাস্তায় সিসিটিভি ছিল না, সেই কারণে খানিকটা বেগ পেতে হয়েছিল। তবে সংযোগকারী রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইকারীকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম প্রতাপ রায়। তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হয়। এরপর নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।