Bengal Congress Chief: অধীরের প্রসঙ্গ উঠতেই নতুন প্রদেশ সভাপতি বললেন…

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Sep 22, 2024 | 6:12 PM

Congress: রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক গোলাম মীর গত জুলাই মাসেই ‘প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি’ বলে অধীর চৌধুরীকে সম্বোধন করেছিলেন। আর তাতেই চরম ক্ষুব্ধ হয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। সেপ্টেম্বরের ২১ তারিখ সেই সম্বোধনে চূড়ান্ত সিলমোহর পড়ে। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

Bengal Congress Chief: অধীরের প্রসঙ্গ উঠতেই নতুন প্রদেশ সভাপতি বললেন...
শুভঙ্কর সরকার ও অধীর চৌধুরী।

Follow Us

কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন শুভঙ্কর সরকার। রবিবার কলকাতায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েই নতুন প্রদেশ সভাপতির বার্তা, “কাউকে আমরা ভয় দেখাব না, ভয় পাবও না। রাহুল গান্ধী বলেন ডরো মত। এই স্লোগান কে সামনে রেখেই চলব। আমার একটাই লক্ষ্য, মিশন ২০২৬ বিধানসভা নির্বাচন।”

রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক গোলাম মীর গত জুলাই মাসেই ‘প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি’ বলে অধীর চৌধুরীকে সম্বোধন করেছিলেন। আর তাতেই চরম ক্ষুব্ধ হয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। সেপ্টেম্বরের ২১ তারিখ সেই সম্বোধনে চূড়ান্ত সিলমোহর পড়ে। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

তবে নতুন প্রদেশ সভাপতি এদিন বারবারই বলেন, অধীর চৌধুরীদের পরামর্শ মেনেই বাংলায় সংগঠন এগিয়ে নিয়ে যাবেন তিনি। শুভঙ্কর সরকারের কথায়, “সভাপতি হিসাবে কংগ্রেসকে শক্তিশালী করাই আমাদের কাজ। অধীরবাবু, প্রদীপবাবুর পরামর্শ মেনেই আমি কাজ করব। বুথস্তরে যে কর্মীরা কংগ্রেসের ঝান্ডা ধরে চলেন, তাঁদের গুরুত্ব দেব। কংগ্রেসকে শক্তিশালী করাই আমার মূল কাজ হবে।”

নতুন প্রদেশ সভাপতিকে জোট নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় এদিন। তিনি অবশ্য জানিয়ে দেন, “কার সঙ্গে জোট হবে না হবে, সেটা নেতৃত্ব ঠিক করবে। আমি পাইলট হিসাবে চেষ্ট করব কাজ করার। সংগঠন গড়াই আমার মূল কাজ।”

Next Article