AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment Scam: পার্থ যেন পরশ পাথর! এক স্পর্শেই লাখ লাখ টাকার চাকরির টোপ ফেলতেন চন্দন: সূত্র

Recruitment Scam: জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির অভিযোগ গ্রেফতার অন্যতম মিডলম্যান প্রসন্ন রায়ের মাধ্যমে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজের রক্তদান শিবিরে আমন্ত্রণ জানিয়েছিলেন চন্দন। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, চন্দনের সেই রক্তদান শিবিরে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ।

Recruitment Scam: পার্থ যেন পরশ পাথর! এক স্পর্শেই লাখ লাখ টাকার চাকরির টোপ ফেলতেন চন্দন: সূত্র
পার্থ চট্টোপাধ্যায় ও চন্দন মণ্ডল
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 5:01 PM
Share

কলকাতা: উপেন বিশ্বাসের ভিডিয়ো খ্যাত বাগদার ‘সৎ রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলের (Chandan Mondal) গ্রেফতারির পর থেকে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। কীভাবে এলাকায় নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছিল চন্দন? সূত্র মারফত জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির অভিযোগ গ্রেফতার অন্যতম মিডলম্যান প্রসন্ন রায়ের মাধ্যমে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজের রক্তদান শিবিরে আমন্ত্রণ জানিয়েছিলেন চন্দন। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, চন্দনের সেই রক্তদান শিবিরে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ।

জানা যাচ্ছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে নিজের ঘনিষ্ঠতা ও যোগাযোগের বিষয়টি সবার কাছে তুলে ধরতেই রক্তদান শিবিরে পার্থকে আমন্ত্রণ জানিয়েছিলেন চন্দন। ওই রক্তদান শিবিরে এলাকার মানুষজন ছাড়াও অনেক এজেন্ট ও চাকরিরাপ্রার্থীরাও উপস্থিত ছিলেন। তারা চন্দনের রক্তদান শিবিরে পার্থ চট্টোপাধ্যায়কে উপস্থিত থাকতে দেখে, তাদের মধ্যে ঘনিষ্ঠতা দেখে যাতে টাকা দিতে দ্বিধা না করে, জানা যাচ্ছে সেই জন্যই এই কাজ করেছিলেন চন্দন। সূত্র মারফত জানা যাচ্ছে, পার্থকে চন্দনের রক্তদান শিবিরে নিয়ে যাওয়ার জন্যও মধ্যস্থতা করেছিলেন মিডলম্যান প্রসন্ন।

প্রসঙ্গত, চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের নাম দীর্ঘদিন ধরেই চর্চায় ছিল। বিশেষ করে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের ভিডিয়োয় রঞ্জনের কথা উল্লেখ করার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। সেই সময় উপেন বিশ্বাস রঞ্জনকে সৎ হিসেবেই ব্যাখ্যা করেছিলেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, রঞ্জন যেমন টাকা নিয়েছিল চাকরি দেওয়ার নাম করে, তেমনই কাউকে চাকরি দিতে না পারলে নাকি টাকা ফেরতও দিয়ে দিয়েছিল অনেককে।

সম্প্রতি সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছে রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। আর তার গ্রেফতারির পর পরই শোরগোল পড়ে গিয়েছে বাগদায়। এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশ বলতে শুরু করেছেন, এবার যদি চাকরি যেতে শুরু করে, তাহলে হাহাকার পড়ে যাবে। এমন অবস্থায় চন্দনের নামে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। কীভাবে নিজেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে মানুষের কাছে দেখানোর ছক কষেছিল চন্দন, উঠে আসছে সেই তথ্যও।