AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rekha Patra: আয় নেই, সেভিংস নেই, জানেন কীসের টাকায় সংসার চলে রেখার?

Rekha Patra: রেখার কাছে নেই কোনও গাড়ি, নেই কোনও গয়না, কোনও বিমা বা যোজনায় বিনিয়োগও করেননি তিনি। তাই সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তি ওই ১০ হাজার ৭৬৪ টাকা।

Rekha Patra: আয় নেই, সেভিংস নেই, জানেন কীসের টাকায় সংসার চলে রেখার?
রেখা পাত্রের সম্পত্তিImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: May 18, 2024 | 10:29 AM
Share

কলকাতা: রেখা পাত্র। কোনও রাজনৈতিক নেত্রী নয়, তথাকথিত কোনও তারকাও নন। তবে ২৪-এর নির্বাচনে তিনি অন্যতম চর্চিত প্রার্থী। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখাকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে বিজেপি। প্রচার শুরুর আগে রেখাকে ফোন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালির ঘরের মেয়ে রেখাকে নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। না আছে কোনও রোজগার, না আছে তেমন কোনও জমানো টাকা। হলফনামায় আর কী জানালেন রেখা পাত্র?

হলফনামার শুরুতেই দেখা যাচ্ছে রেখা পাত্রের আয়ের খাতা শূন্য। গত পাঁচ অর্থবর্ষে কোনও আয় নেই বলেই উল্লেখ করা হয়েছে। তাঁর স্বামী সন্দীপ পাত্রেরও নেই কোনও আয়। হাতে আছে মাত্র ৩০০০ টাকা নগদ। স্বামীর হাতেও রয়েছে ৩০০০ টাকাই।

রেখার নামে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে একটি ইলেকশন অ্যাকাউন্ট, যাতে কোনও টাকাই নেই। অপর অ্যাকাউন্টে রয়েছে ১০ হাজার ৭৬৪ টাকা। আর তাঁর স্বামীর অ্যাকাউন্টে রয়েছে ৪ হাজার ৬৯২ টাকা। রেখার কাছে নেই কোনও গাড়ি, নেই কোনও গয়না, কোনও বিমা বা যোজনায় বিনিয়োগও করেননি তিনি। তাই সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তি ওই ১০ হাজার ৭৬৪ টাকা।

আর স্থাবর সম্পত্তি? সেই খাতা একেবারেই শূন্য। নেই কোনও বাড়ি, নেই কোনও জমি। হলফনামায় নিজেকে গৃহবধূ বলে উল্লেখ করেছেন রেখা পাত্র। আর তাঁর স্বামী সন্দীপ পাত্র রাজমিস্ত্রির কাজ করেন। সেই দৈনিক মজুরির টাকাতেই দিন চলে তাঁদের। বলাই যায়, দিন আনা-দিন খাওয়া সংসার রেখার।