Minakshi Mukherjee: মমতার মুখোমুখি দাঁড়ানো মীনাক্ষীর ‘বেতন’ ৫ হাজার, কত টাকার ‘মালিক’ জানেন!
Minakshi Mukherjee: এই হলফনামাতেই তাঁর দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খতিয়ান রয়েছে। যাঁর একটিতে রয়েছে ৮১ হাজার ১৮১ টাকা ৭২ পয়সা। অন্য একটিতে আছে ৫ হাজার টাকা। তাঁর নামে এলআইসি-র কাছে পলিসিও রয়েছে। প্রিমিয়াম ৪৭১৭ টাকা।
কলকাতা: ছোটবেলা কেটেছে আসানসোলের কুলটিতে। সেখানেই পড়াশোনা, বেড়ে ওঠা। কথা হচ্ছে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee) নিয়ে। এই মীনাক্ষীই ৭ জানুয়ারি বামেদের ব্রিগেডের ক্যাপ্টেন। অন্যতম প্রধান মুখ। তবে রাজ্যবাসীর আপামর জনতা তাঁকে চিনতে শুরু করেন একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকে। সেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে বাম প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী। বাম যুব নেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?
একুশেই নির্বাচন কমিশনে জমা দেওয়া মীনাক্ষীর হলফনামা বলছে, বার্ষিক কোনও আয়ই নেই মীনাক্ষীর। তিনি বিয়ে করেননি। ফলে স্বামীর আয়ের প্রসঙ্গই আসছে না। আর্থিকভাবে তাঁর উপরে পরিবারের কেউ নির্ভরশীলও নন। যে সময় তিনি এই হলফনামা দিচ্ছেন সেই সময় তাঁর হাতে নগদ ছিল ১৩০০ টাকা।
এই হলফনামাতেই তাঁর দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খতিয়ান রয়েছে। যাঁর একটিতে রয়েছে ৮১ হাজার ১৮১ টাকা ৭২ পয়সা। অন্য একটিতে আছে ৫ হাজার টাকা। তাঁর নামে এলআইসি-র কাছে পলিসিও রয়েছে। প্রিমিয়াম ৪৭১৭ টাকা। একটি মোটর সাইকেল আছে। দাম ৪০ হাজার টাকা। নিজের বাসস্থানের বিষয়ে জানিয়েছেন, ৪৩৫ স্কোয়ার ফুটের বাড়িতে থাকেন। পার্টি থেকে প্রতিমাসে ৫ হাজার টাকা ভাতা পান বলে উল্লেখ রয়েছে হলফনামায়। ২ হাজার সালে মাধ্যমিক পাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদ থেকে। ২০০২ সালে উচ্চমাধ্যমিক। ২০০৫ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ২০০৭ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে বি.এড পাশ করেন তিনি।